সদ্যই মা হয়েছেন করিনা কাপুর খান। ফেব্রুয়ারিতে দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। স্বভাবিকভাবেই বেশ অনেকদিনই শুটিং বন্ধ করে দিয়েছিলেন। বাড়িতেই কাটাচ্ছিলেন করিনা। মাতৃত্ব উপভোগ করছিলেন। এবার কাজে ফেরার পালা। আজ (২২ মার্চ) থেকে ফের শুটিং শুরু করলেন তিনি।তবে, কোনও সিনেমার শুটিং নয়, একটি নন-ফিকশন শো-এর শুটিং করেই কাজে ফিরছেন করিনা।
দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দিয়ে বাড়িতেই কাটাচ্ছিলেন সইফিনা। সম্প্রতি সইফ আলি খান কাজে ফিরেছেন। ‘আদিপুরুষ’-এর শুটিং শুরু করেছেন। এবার করিনা কাপুরের পালা। একটি রান্নার শো-এর শুট করবেন তিনি। করিনার কথা মাথায় রেখে তাঁর বাড়ির কাছে বান্দ্রাতেই স্টুডিও ভাড়া নেওয়া হয়েছে।
ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন রান্নার শো-এর আইডিয়া শুনে ভাল লেগেছিল করিনার। তিনি নিজে খেতেও ভালবাসেন। কিন্তু কোভিড পরিস্থিতি নিয়ে একটু চিন্তায় ছিলেন। নতুন করে কোভিড সংক্রমণ যেহেতু আবার বাড়ছে, তিনি একটু সময় চেয়েছিলেন। গোটা স্টুডিয়োতে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছে। প্রত্যেক কলাকুশলীর কোভিড টেস্ট করা বাধ্যতামূলক করা হয়েছে। করিনা কাপুরকে দিয়েই এই রান্নার শো-এর শুটিং শুরু করা হচ্ছে। সিনেমা এবং স্পোর্টস থেকে সেলিব্রিটিরা এসে এই শো-এ রান্না করবেন। তাঁদের গাইড করবেন মাস্টারশেফরা।
আরও পড়ুন :জাহ্নবীকে চুমু খাওয়ার প্রস্তাব, কী বললেন শ্রীদেবী-কন্যা?
করিনা কাপুর শুটিংয়ে ফিরছেন শুনে স্বাভাবিকভাবে খুশি ফ্যানরা। তবে করিনা শুটিং না করলেও তিনি সব সময়ই খবরে ছিলেন। সম্প্রতি করণ জোহরের ঘরোয়া পার্টিতে করিনা গিয়েছিলেন, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দেখাও গিয়েছে। নতুন কোনও ছবির শুটিং শুরু করবেন কি না তা অবশ্য জানা যায়নি। করিনা শেষ শুট করেছেন আমির খানের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’-তে। শোনা যাচ্ছে, ছবিটি মুক্তা পাবে বড়দিনের সময়।