কাপুর খানদানের কনিষ্ঠ কন্যা করিনা কাপুর খান খেতে ভীষণ ভালবাসেন। ডায়েটের পাশাপাশি সুস্বাদু খাবারে কামড় বসাতে তিনি পিছপা নন। যদিও এই করিনাই একসময় চূড়ান্ত ডায়েটিং এবং এক্সারসাইজ় করে জ়িরো ফিগারের অধিকারী হয়েছিলেন। এবং তারপরই অভিনেতা সইফ আলি খানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। সেই সইফকেই তিনি পরবর্তী সময়ে বিয়ে করেছিলেন। কিন্তু একদা জ়িরো ফিগারের অধিকারিণী করিনা কাপুর খান ভাল এবং সুস্বাদু খাবার দেখলে নিজেকে আর আটকে রাখতেই পারেন না। তিনি খেতেই থাকেন, খেতেই থাকেন।
আর সেই খাবার যদি হয় তাঁর প্রিয় চাইনিজ়, তা হলে প্লেট নিয়ে বসে পড়েন চটপট। তিনি নিজেই তেমন একটি কথা স্বীকার করে নিয়েছেন তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে। সেখানে দেখা যাচ্ছে, টেবিলে খেতে বসেছেন করিনা। তাঁর মুখের সামনে খাবারের থালা সাজিয়ে রাখা। সেই থালায় সাজিয়ে রাখা চাইনিজ় খাবার চেখে দেখার জন্য তিনি প্রস্তুত। করিনা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “আমার আর চাইনিজের মাঝখানে কেউ আসতে পারবে না।” তাঁর এই পোস্ট দেখে অনেকে বলেছিলেন, “আমার তো ভেবেছিলাম আপনি ভেজিটেরিয়ান, ওটা কি খাচ্ছেন?”