বচ্চন পরিবারের বিতর্কের মধ্যেই জয়ার স্বভাব নিয়ে এ কী বললেন নিতু!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 12, 2024 | 8:31 PM

ভাইরাল ভিডিয়োতে অতীতে বহুবার দেখা গিয়েছে পাপারাৎজির সঙ্গে নানা সময় বেশ খারাপ ব্যবহার করে থাকেন জয়া বচ্চন। শুধু কি তাই? ছবি তুলতে হলে কখনও চিৎকার, কখনও রাগ করে চলে যাওয়া, আবার কখনও 'আমি কি কানে শুনতে পাই না" বলে চিৎকার এখন চিত্র সাংবাদিকেরও গা সওয়া হয়ে গিয়েছে।

বচ্চন পরিবারের বিতর্কের মধ্যেই জয়ার স্বভাব নিয়ে এ কী বললেন নিতু!
বচ্চন পরিবারের বিতর্কের মধ্যেই জয়ার স্বভাব নিয়ে মন্তব্য নিতুর

Follow Us

বচ্চন পরিবারের অন্দরে নাকি ঝড় উঠেছে। রটেছে, এ ঝড় ভাঙনের। কিছুই নাকি ভাল নেই বৌমা ঐশ্বর্যা রাই বচ্চন ও শাশুড়ি জয়া বচ্চনের মধ্যে। এরকমই এক অশান্ত সময়ে জয়াকে নিয়ে মন্তব্য করলেন নিতু কাপুর। সম্প্রতি করণ জোহরের টক শো-য়ে হাজির হয়েছিলেন নিতু। সেখানেই জয়া বচ্চনকে নিয়ে অকপট বক্তব্য তাঁর।

ভাইরাল ভিডিয়োতে অতীতে বহুবার দেখা গিয়েছে পাপারাৎজির সঙ্গে নানা সময় বেশ খারাপ ব্যবহার করে থাকেন জয়া বচ্চন। শুধু কি তাই? ছবি তুলতে হলে কখনও চিৎকার, কখনও রাগ করে চলে যাওয়া, আবার কখনও ‘আমি কি কানে শুনতে পাই না” বলে চিৎকার এখন চিত্র সাংবাদিকেরও গা সওয়া হয়ে গিয়েছে। যদিও এই নিয়ে জয়া বারেবারেই নিন্দিত হয়েছেন নেটিজেনদের কাছে। অন্যদিকে নিতু কিন্তু এরকমটা নন। ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দেওয়া থেকে শুরু করে পাপারাৎজির সঙ্গে খোসগল্প করতেও দেখা গিয়েছে তাঁকে।

পাপারাৎজির প্রতি জয়ার এ হেন খারাপ ব্যবহার কীভাবে দেখেন নিতু? সেই প্রশ্নই তাঁকে করেছিলেন করণ জোহর। উত্তরে তিনি বলেন, “আমার মনে হয় জয়াজি যা করেন ইচ্ছে করেই করেন। একবার করে ফেলেছিলেন, তবে এখন যা করেন তা ইচ্ছে করেই। তবে উনি কিন্তু এমনটা নন। ভীষণই মিষ্টি একজন মানুষ।” সে নিতু যতই বলুন না কেন, এই কথাই চিঁড়ে ভেজেনি ভক্তদের।