Big News: কোপানো হচ্ছে সইফকে, বাড়িতেই তখন তৈমুর-জেহ-করিনা, কী অবস্থা তাঁদের?

Jan 16, 2025 | 10:58 AM

Saif Ali Khan Attack: চোরের সঙ্গে মুখোমুখি হয়ে যান তিনি। ভয় পেয়েই চোর সইফের উপরে হামলা করে। তাঁকে ছুরি মেরে পালায়। জানা গিয়েছে, ছয়বার ছুরির কোপ মারা হয় সইফকে।

Big News: কোপানো হচ্ছে সইফকে, বাড়িতেই তখন তৈমুর-জেহ-করিনা, কী অবস্থা তাঁদের?

Follow Us

সইফ আলি খানের উপরে বুধবার মধ্যরাতে রাতে চলল হামলা। রাত আড়াইটে নাগাদ চোর বাড়িতে ঢোকে। আলমারি খুলে চুরি করছিল, এমন সময় শব্দ হয়। তাতে জেগে যান পরিচারকরা। তারা চিৎকার করলে চোর পালানোর চেষ্টা করে। সেই সময়ই ঘর থেকে বেরিয়ে আসেন সইফ। চোরের সঙ্গে মুখোমুখি হয়ে যান তিনি। ভয় পেয়েই চোর সইফের উপরে হামলা করে। তাঁকে ছুরি মেরে পালায়। জানা গিয়েছে, ছয়বার ছুরির কোপ মারা হয় সইফকে।

বর্তমানে হাসপাতালে সইফ। বাবা গুরুতর আহত। সটাই জানে তাঁর দুই সন্তান। মধ্য রাতে বাড়িতে ঘটেগিয়েছে ভয়াবহ কাণ্ড। করিনা কাপুর খান, তৈমুর আলি খান ও জেহ তখন বাড়িতেই উপস্থিত। কী অবস্থা তাঁদের? জানালো করিনা কাপুর খানের টিম। ১৬ জানুয়ারি প্রকাশিত বিবৃতি অনুযায়ী, সত্যি এমন ঘটনা ঘটে তাঁদের বান্দ্রার পরিবারে। তৈমুর আলি খান, জেহ আলি খান ও করিনা কাপুর খান সুস্থই রয়েছেন। তাঁদের তরফ থেকে সকলের উদ্দেশে আর্জি করা হয়, ধৈর্য্য রাখতে। কোনও ভুয়ো খবর না ছড়াতে। পুলিশের বক্তব্যের জন্য অপেক্ষা করতে। এখনও সইফ আলি খানের চিকিৎসা চলছে।

লীলাবতী হাসপাতালের সিওও ডঃ নীরজ উত্তামানি জানিয়েছেন, রাত সাড়ে তিনটে নাগাদ সইফ আলি খানকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর শরীরে ৬টি ছুরির আঘাত রয়েছে। এর মধ্য়ে দুটি ক্ষত গভীর। শিরদাঁড়ার পাশে একটি আঘাত রয়েছে। নিউরোসার্জন ডঃ নিতিন দাঙ্গে, কসমেটিক সার্জন ডঃ লীনা জৈন ও অ্যানেস্থেসিওলজিস্ট ডঃ নিশা গান্ধী অস্ত্রোপচার করছেন।

Next Article