মুম্বই: নিজের বাড়িতেই আক্রান্ত সইফ আলি খান। বলিউড অভিনেতাকে একের পর এক ছুরির কোপ মারে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় রাতেই তাঁকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে অস্ত্রোপচার চলছে সইফের।
মুম্বইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় সৎগুরু শরণ নামক একটি বিল্ডিংয়ে থাকন সইফ আলি খান। সঙ্গে থাকেন স্ত্রী করিনা ও দুই পুত্র, তৈমুর ও জাহাঙ্গির। বুধবার রাতে ওই অ্যাপার্টমেন্টেই আক্রান্ত হন সইফ। প্রাথমিক সূত্রে খবর, চুরির উদ্দেশে বলিউড অভিনেতার বাড়িতে ঢুকেছিল সন্দেহভাজন একজন। বাড়ির পরিচারকরা তার উপস্থিতি বুঝে চিৎকার করতেই সে পালানোর চেষ্টা করে। সেই সময় সইফের মুখোমুখি হয়ে যায় হামলাকারী।
এরপরই নিমেষে সইফ আলি খানের উপরে ঝাঁপিয়ে পড়ে হামলাকারী। জানা গিয়েছে, সইফকে ৬ বার ছুরির কোপ মারা হয়েছে। এর মধ্যে দুটি আঘাত গুরুতর। গভীর ক্ষত তৈরি হয়েছে। একটি আঘাত শিরদাঁড়ার পাশে লেগেছে। এই ক্ষত নিয়েই চিন্তায় চিকিৎসকরা।
রাত সাড়ে তিনটে নাগাদ রক্তাক্ত অবস্থায় সইফকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তাঁর অস্ত্রোপচার হচ্ছে। অস্ত্রোপচার তিন ইঞ্চি মতো একটি ধারাল বস্তু বের করা হয়েছে। মনে করা হচ্ছে, ছুরির কিছুটা অংশ ভেঙে সইফের শরীরের ভিতরে রয়ে গিয়েছিল। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।