Saif Ali Khan: দাঁড়াচ্ছে না চোরের তত্ত্ব, চেনা কেউই কি কোপাল সইফ আলি খানকে?

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 16, 2025 | 10:37 AM

Saif Ali Khan Stabbed: তবে প্রশ্ন উঠছে, অভিজাত এলাকার এই বিল্ডিং, সেলিব্রিটিরা থাকেন, সেখানে কীভাবে কোনও অজ্ঞাতপরিচয় ওই হামলাকারী পৌঁছে গেল? বিল্ডিংয়ের এক নিরাপত্তারক্ষী দাবি করেছেন, রাতে দুইজনকে ঢুকতে দেখেছিলেন বিল্ডিংয়ে।

Saif Ali Khan: দাঁড়াচ্ছে না চোরের তত্ত্ব, চেনা কেউই কি কোপাল সইফ আলি খানকে?
সইফ আলি খানের বাড়িতে হামলা।
Image Credit source: PTI

Follow Us

মুম্বই: হাসপাতালে ভর্তি সইফ আলি খান। বাড়িতেই তাঁর উপরে হামলা হয়। ছুরি দিয়ে কোপ মারা হয় তাঁকে। হামলার ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে তিনজনকে। কিন্তু প্রশ্ন উঠছে, কীভাবে হামলা হল সইফের উপরে? হামলাকারী কীভাবে তাঁর ঘরে পৌঁছে গেল?

বান্দ্রার সৎগুরু শরণ অ্যাপার্টমেন্টের ১২ তলায় সপরিবারে থাকেন সইফ আলি খান। বুধবার রাত দুটো নাগাদ সইফের বাড়িতে ঢোকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। জানা গিয়েছে, শুধু সইফ নয়, তাঁর বাড়ির এক পরিচারিকাও আক্রান্ত হয়েছেন। তাঁর হাতেও ছুরি দিয়ে আঘাত করে হামলাকারী। সইফ তাঁকে থামাতে গেলে ঝাঁপিয়ে পড়ে হামলাকারী। এলোপাথাড়ি কোপ মারে।

তবে প্রশ্ন উঠছে, অভিজাত এলাকার এই বিল্ডিং, সেলিব্রিটিরা থাকেন, সেখানে কীভাবে কোনও অজ্ঞাতপরিচয় ওই হামলাকারী পৌঁছে গেল? বিল্ডিংয়ের এক নিরাপত্তারক্ষী দাবি করেছেন, রাতে দুইজনকে ঢুকতে দেখেছিলেন বিল্ডিংয়ে।

সইফের বিল্ডিংয়ে যথেষ্ট নিরাপত্তারক্ষী থাকে। পরিচয় না দিয়ে উপরে ওঠা সম্ভব নয়। যেহেতু ১২ তলায় থাকেন সইফ, তাই বিল্ডিংয়ের পাইপ বেয়ে বা আশেপাশের বিল্ডিং থেকেও সইফের ঘরে ঢোকা সম্ভব নয়। সেক্ষেত্রে কেউ উপরে যাওয়ার জন্য গেট না খুলে দিলে হামলাকারীর পৌঁছনো সম্ভব নয়। সেক্ষেত্রে চুরির তত্ত্ব দাঁড়াচ্ছে না। তবে কি পূর্ব পরিচিত কেউই হামলা করল সইফ আলি খানের উপরে?

ইতিমধ্যেই মুম্বই পুলিশ তিনজনকে আটক করেছে। সইফ যে বিল্ডিংয়ে থাকেন এবং আশেপাশের বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে পরিচারকদেরও। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, হামলাকারীকে ঘরে ঢুকতে কেউ মদত দিয়েছিল। এ ক্ষেত্রে পরিচারকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

Next Article