দ্বিতীয় সন্তানের কী নাম রাখবেন করিনা-সইফ?

রণজিৎ দে |

Dec 15, 2020 | 3:50 PM

করিনা কপূর খান এবং সইফ আলি খান দু’জনেই দিন গুনছেন ওঁদের দ্বিতীয় সন্তানের জন্য। স্বাভাবিক ভাবেই দ্বিতীয় সন্তানের নামকরণ নিয়েও নেটিজেনদের মধ্যে কৌতুহল উঁকি মারছে এখন থেকেই। দ্বিতীয় সন্তানের কী নাম রাখবেন করিনা-সইফ?

দ্বিতীয় সন্তানের কী নাম রাখবেন করিনা-সইফ?
করিনা-সইফ (সাইফিনা)

Follow Us

TV9 বাংলা ডিজিটাল : করিনা কপূর খান (Kareena Kapoor Khan)এবং সইফ আলি খান (Saif Ali Khan)দু’জনেই দিন গুনছেন ওঁদের দ্বিতীয় সন্তানের জন্য। লকডাউনের মধ্যেই সুখবরটি জানিয়েছিলেন সাইফিনা। এরপর বেবি বাম্পের ছবি সোশাল মিডিয়ায় বেশ কয়েকবার নিজেই পোস্ট করেছেন করিনা। সেই ছবি ভাইরালও হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে সামনের বছর মার্চেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন করিনা।

প্রথম সন্তান তৈমুরকে নিয়ে রীতিমত সরগোল পড়ে গিয়েছিল। তৈমুর জন্মেই ‘সেলিব্রিটি’ হয়ে গিয়েছিল! স্বাভাবিক ভাবেই সাইফিনার দ্বিতীয় সন্তান নিয়েও কৌতুহল তুঙ্গে। তৈমুরের নামকরণ নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল নেটিজেনদের মধ্যে।যথেষ্ট ট্রোলড হয়েছিলেন সাইফিনা।স্বাভাবিক ভাবেই দ্বিতীয় সন্তানের নামকরণ নিয়েও নেটিজেনদের মধ্যে কৌতুহল উঁকি মারছে এখন থেকেই। দ্বিতীয় সন্তানের কী নাম রাখবেন করিনাসইফ? করিনা অবশ্য সমস্ত জল্পনাকল্পনায় জল ঢেলে দিয়েছেন।

একটি টক শোয়ে নেহা ধুপিয়ার সঙ্গে প্রেগন্যান্সি নিয়ে কথা বলছিলেন করিনা কপূর খান। সেখানেই তিনি পরিষ্কার জানিয়েছেন এখনও তিনি এবং সইফ কেউই ওঁদের দ্বিতীয় সন্তানের নাম নিয়ে কিছু ভাবেননি।এবং ভাববেনও না।ওঁরা দু’জনেই এখন অপেক্ষা করছেন দ্বিতীয় সন্তানের জন্য। সন্তানের জন্মের পরই নামকরণ নিয়ে ভাববেন সাইফিনা। তৈমুরের নামকরণ নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল বলেই কি এই সতর্কতা?

আরও পড়ুন :দাবার জাদুগর বিশ্বনাথন আনন্দকে নিয়ে এবার বায়োপিক! মূল চরিত্রে অভিনয় করতে পারেন ধানুষ

তৈমুরের নামকরণ নিয়ে নেটিজেনরা বেশ আলোড়ন ফেলেছিল। তাদের বক্তব্য ছিল তুর্কির রাজা ‘তিমুর’এর নামেই নাকি প্রথম সন্তানের নাম রেখেছিলেন সাইফিনা।তিমুর এক সময় ভারত আক্রমণ করেছিল, তাই তাদের এই আপত্তি। সোশাল মিডিয়ায় ট্রোলিংয়ের ঝড় উঠেছিল।যদিও পরে করিনা এক সাক্ষাৎকারে ‘তৈমুর’ নামের মানে ব্যাখ্যা করে দিয়েছিলেন। ‘তৈমুর’ মানে লৌহকঠিন।করিনা জানান তিনি চান তৈমুরও যেন ‘লৌহকঠিন’পুরুষ হয়ে উঠতে পারে, তাহলেই নামকরণের সাথর্কতা!

বোঝাই যাচ্ছে দ্বিতীয় সন্তানের নামকরণ নিয়ে আর বিতর্কে জড়াতে চান না সাইফিনা।তাঁরা চান সুস্থ ভাবে দ্বিতীয় সন্তান আসুক তাঁদের পরিবারে।তারপর তাঁরা নাম নিয়ে ভাববেন।

Next Article