সঞ্জয়ের কাছে বিয়ের পর এই জিনিসটাই চেয়েছিলেন করিশ্মা! কোন কারণে সেটা পাননি অভিনেত্রী?
স্বামীকে শেষশ্রদ্ধা জানানোর সময় করিশ্মার কান্নায় ভেঙে পড়ার ভিডিও ভাইরাল হয়। আর তারপর থেকেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে করিশ্মা ও সঞ্জয়ের দাম্পত্যের নানা গল্প।

জুন মাসের ১২ তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের স্বামী ব্যবসায়ী সঞ্জয় কাপুর। জানা যায়, লন্ডনে গলফ খেলতে গিয়ে মুখের ভিতর মৌমাছি চলে যাওয়ায় বিষক্রিয়া ফলেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। প্রাক্তন স্বামীর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকাহত হয়েছিলেন করিশ্মা। স্বামীকে শেষশ্রদ্ধা জানানোর সময় করিশ্মার কান্নায় ভেঙে পড়ার ভিডিও ভাইরাল হয়। আর তারপর থেকেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে করিশ্মা ও সঞ্জয়ের দাম্পত্যের নানা গল্প।
সম্প্রতি এক সাক্ষাৎকারে করিশ্মাই খোলসা করেছেন তাঁর দাম্পত্যের এক অজানা গল্প। যা নিয়ে এখন বলিউডে তুমুল চর্চা।
শোনা যায়, করিশ্মার উপর নাকি অকথ্য অত্যাচার করতেন সঞ্জয়। অনেকেই তখন বলত, সঞ্জয়ের কাছে করিশ্মা ছিলেন ট্রফি ওয়াইফ। অর্থাৎ বলিউডের একনম্বর অভিনেত্রীকে বিয়ে করাটা ছিল সঞ্জয়ের কাছে স্টেটাস সিম্বল।
এই সাক্ষাৎকারে করিশ্মা জানিয়েছেন, বিয়ের পর সঞ্জয়কে তিনি বলেছিলেন, অভিনয় ছেড়ে সংসারে মন দিতে চেয়েছিলেন করিশ্মা। কিন্তু সঞ্জয় নাকি স্পষ্ট জানিয়ে দেন, অভিনয় ছাড়া যাবে না। বরং তাঁকে হিরোইন থাকতে হবে। করিশ্মার ঘনিষ্ঠরা মনে করেন, সঞ্জয় তাঁকে কখনই স্ত্রী সম্মান দেননি। বরং তাঁকে বলিউড থেকে কেনা একটা গ্ল্য়ামার পুতুলের মতোই রাখতেন। বন্ধু-বান্ধবের কাছে জনপ্রিয়তা বজায় রাখার জন্যই করিশ্মাকে ব্যবহার করতেন। আর সেই কারণেই চাইতেন সিনেমা করে যাক করিশ্মা। বরং সঞ্জয়কে ভালবেসে চুটিয়ে সংসার করতে চেয়েছিলেন কাপুর খানদানের কন্যা। সে স্বপ্ন পূরণ তো হলই, উল্টে বিচ্ছেদ হয় সঞ্জয় ও করিশ্মার।
