ভুল ভুলাইয়া, যে ছবির হাত ধরে গোটা বলিউডে এক অন্যস্বাদের গল্পে ভেসেছিল, সেই ছবির সিক্যুয়েল নিয়ে এখন চর্চা তুঙ্গে। অক্ষয় কুমার, বিদ্যা বালান, আমিশা প্যাটেল মিলে পর্দায় যে সমীকরণ তৈরি করেছিলেন, তা আজও দর্শক মনে তরতাজা। সেই ছবির হাত ধরেই কামব্যাক কার্তিক আরিয়ানের। একটা সময় বলিউডে কোণঠাসা হয়ে পড়া কার্তিক আরিয়ান দর্শক দরবারে ঝড় তুলেছিল ভুল ভুলাইয়া ২ ছবি দিয়ে। করণ জোহরের সঙ্গে বচসার জেরে একের পর এক ছবি হাতছাড়া হতে দেখা গিয়েছিল কার্তিকের। অবসাদে ডুবে নয়, বরং সেই সময়টা কেবল সুযোগের অপেক্ষা করেছিলেন কার্তিক।
যে সুযোগ এনে দিয়েছিল ভুল ভুলাইয়া ছবি। যা দেখা মাত্রই সকলেই চমকে গিয়েছিলেন। ছবির প্রাথমিক ঘোষণাতে অনেকেই বলেছিলেন যে অক্ষয় কুমারের পরবর্তীতে কাউকে দর্শক গ্রহণ করবে না। তবে বাস্তব ছবিটা মোটেও তেমন ছিল না, ছবি রাতারাতি দর্শক মনে জায়গা করে নিয়েছিল। কার্তিক আলিয়ানের সেই ছবির পরবর্তী সিক্যুয়েলের সুখবর মিলল এবার। তবে ছবি আসছে কেবল একটা সুখবর নয়, বরং জোড়া সুখবর এলো সামনে।
And its happening 🔥
Og Manjulika is coming back to the world of BhoolBhulaiyaa
Super thrilled to welcome @vidya_balan ❤️🔥
This Diwali is going to be crackling #BhoolBhulaiyaa3 🤙🏻👻@BazmeeAnees @TSeries #BhushanKumar pic.twitter.com/ZsqckmyUl0— Kartik Aaryan (@TheAaryanKartik) February 12, 2024
এবার আর মঞ্জুলিকা তাব্বু নয়, বরং বিদ্যা বালান ফিরছেন। যাঁর হাত ধরেই মঞ্জুলিকা এত জনপ্রিয়। চলতি বছর দিওয়ালিতে আসতে চলেছে এই ছবি। ভুল ভুলাইয়া থ্রি-র ঘোষণা করলেন খোদ কার্তিক আরিয়ান। তবে থাকল না এবারও অক্ষয় কুমারের নাম। ফলে ভক্তদের আক্ষেপ থেকেই গেল। কমেন্ট বক্স তাই অধিকাংশই আর্জি জানিয়ে বসলেন, ফিরিয়ে আনা হোক অক্ষয় কুমারকেও।