পরিচালক রাম মাধবনী এবং Kartik Aaryan জুটি বেঁধেছেন। নতুন ছবির নাম ‘ধামাকা’। কোরিয়ান ছবির হিন্দি রিমেক ‘ধামাকা’। থ্রিলার ছবির শুটিং শুরু হল আজ। সূত্রের খবর, রাম তাঁর ছবির প্রি-প্রোডাকশন শুরু করে ছিলেন। এখন সে সব পর্ব শেষ।
হাতে তাঁর এক শক্তপোক্ত প্ল্যান। এবার মাধবনী মাত্র ২০ দিনে শুটিং শেষ করতে প্রস্তুত!
আরও পড়ুন সলমনের ‘টাইগার-থ্রি’-তে থাকবে ‘পাঠান’-এর রেশ
হ্যাঁ, ঠিক পড়ছেন ২০ দিনেই হবে ‘ধামাকা’র শুটিং। এবং যদি তা হয় সবচেয়ে কম দিনে ছবি শেষ করার রেকর্ড গড়বেন পরিচালক। সূত্রের খবর, ২০ দিনের জন্য মুম্বইয়ের এক হোটেল বুক করেছেন তিনি। হোটেলেই চলবে নন-স্টপ শুটিং এবং সেখানেই ২০ দিনের জন্য গোটা কাস্ট-ক্রুয়ের থাকাখাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। এও শোনা যাচ্ছে, সবার সুরক্ষা নিশ্চিত করতে, প্রযোজক রনি স্ক্রুওয়ালা হোটেল কর্মচারীদেরও ফিল্মের বেশ কিছু অংশে অভিনয় করাবেন। ২০ দিনের জন্য হোটেলের বাইরে কেউ বেরতে পারবেন না বলেও জানিয়েছেন প্রযোজক। “এটা অনেকটা কোয়ারেন্টাইন সময় কাটাবার মতো, কিন্তু নিজেদের চেনা লোকের সঙ্গে। আর এতে ভাইরাসকেও দূরে সরিয়ে রাখা যাবে।” জানান সূত্র।
নির্মাতারা হোটেলে তৈরি করেছেন একটা বড় নিউজ রুম। ক্রোমা শুটের জন্য গ্রিন স্ক্রিনও তৈরি রেখেছেন তাঁরা। সূত্রের খবর “জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে শুটিং। এবং কয়েক মাস পরেই হবে ছবি রিলিজ। কার্তিকও নিশ্চিত করেছেন যে তিনি সব ধরনের নিয়ম মেনেই শুট করবেন, এবং খেয়াল রাখবেন যেন শুটিংয়ে কোনওভাবে বাধা না পড়ে। ১৬ দিনে গোটা ছবির শুটিং হয়ে যাওয়ার কথা, তবে তাও ব্যাকআপ হিসেবে চারদিন বাড়তি ধরে রাখা আছে।”
প্রসঙ্গত, এ ছবিতে প্রফিট শেয়ারিং চুক্তিতে সই করেছেন কার্তিক। তার মানে ছবি লভ্যাংশের উপর ঠিক হবে কার্তিকের পারিশ্রমিক। ছবিতে কার্তিক একজন সাংবাদিক যিনি মুম্বইতে সন্ত্রাসবাদী হামলার কভার করছেন। কার্তিকের অভিনীত বেশিরভাগ চরিত্রে রয়েছে একজন ‘লাভার বয়’। আশা করা যায় ‘ধামাকা’য় কার্তিককে এক অন্য ধরণের চরিত্রে দেখা যাবে।