সলমনের ‘টাইগার-থ্রি’-তে থাকবে ‘পাঠান’-এর রেশ
ঠিক হলিউড ছবিতে ‘ইউনিভার্স’ তৈরি করা হয়ে থাকে। আরও বুঝিয়ে বললে, ‘অ্যাভেঞ্জার্স’ ছবিতে পরিচালক যেভাবে সাজিয়েছিল ছবির গল্পকে। ঠিক তেমনই আদিত্য চোপড়ার ছবির এক মুখ্য চরিত্রর গল্পে থাকছে আরেক চরিত্রের আংশিক প্রকাশ।
ইয়াশ রাজ ফিল্মসের ‘এক থা টাইগার’ ছবিতে Salman Khan (টাইগার), ক্যাটরিনা কইফের (জোয়া) অভিনয়ের মাধ্যমে শুরু হয়েছিল ‘স্পাই’ সিরিজ। তারপর রিলিজ হয় ‘টাইগার জিন্দা হ্যাঁয়’। এবং তার দু’বছর পর ইয়াশ রাজ ফিল্মস আবার ইন্ডাস্ট্রিতে আনল আরেক স্পেশাল এজেন্ট। ‘ওয়ার’ ছবিতে দেখা গেল হৃতিক রোশনকে (কবীর)। এবার এই ‘স্পাই’ ট্রিলজির শেষ ছবি Shah rukh Khan অভিনীত ‘পাঠান’-এর শুটিং চলছে। শোনা যাচ্ছে সলমন-হৃতিকও থাকবেন এ ছবিতে।
আরও পড়ুন তাপস পাল শেষ অভিনয় করেছেন কোন ছবিতে, বাকবিতণ্ডায় জড়ালেন প্রযোজক-পরিচালক
সূত্রের খবর, ‘পাঠান’-এ ক্যামিও চরিত্রে শুটিংয়ের জন্য সলমান খান ১৫ দিন সময় দিয়েছেন। থ্রিলার ছবিতে একেবারে অ্যাকশন প্যাকড ভূমিকায় রয়েছেন ‘ভাইজান’। ‘পাঠান’-এ ক্লাইম্যাক্সের সলমন খানের এক বড় ভূমিকা থাকবে বলে দাবিও করা হচ্ছে। ঠিক যেমন ‘সিম্বা’-তে অজয় দেবগণের ভূমিকা ছিল, ঠিক তেমনই তবে আরও বড় স্কেলে ভাবা হচ্ছে গোটা ছবিকে।
এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে, ‘পাঠান’-এর গল্প ‘পাঠান’ ছবিতেই শেষ হচ্ছে না। ‘টাইগার-থ্রি’-তেও থাকবে পাঠানের গল্পের রেশ। একটা বড় রহস্যের সূত্র থাকবে পাঠান ছবির শেষে, সলমন অভিনীত ‘টাইগার-থ্রি’-তে হবে সে রহস্যের উন্মোচন। ‘পাঠান’-এ নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন জন আব্রাহাম। ‘টাইগার থ্রি’-র গল্পে জন আব্রাহামই কি ভিলেন? এ প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি। সবকিছু ঠিকঠাক থাকলে দিওয়ালি ২০২১-এ রিলিজ হতে পারে ‘পাঠান’।
ঠিক হলিউড ছবিতে ‘ইউনিভার্স’ তৈরি করা হয়ে থাকে। আরও বুঝিয়ে বললে, ‘অ্যাভেঞ্জার্স’ ছবিতে পরিচালক যেভাবে সাজিয়েছিল ছবির গল্পকে। ঠিক তেমনই আদিত্য চোপড়ার ছবির এক মুখ্য চরিত্রর গল্পে থাকছে আরেক চরিত্রের আংশিক প্রকাশ। এবং এভাবেই ‘স্পাই’ ইউনিভার্স গড়াল লক্ষ্যে এগচ্ছে ইয়াশ রাজ ফিল্মস।