তাপস পাল শেষ অভিনয় করেছেন কোন ছবিতে, বাকবিতণ্ডায় জড়ালেন প্রযোজক-পরিচালক

এ যেন আক্ষরিক অর্থেই ‘শেষ থেকে শুরু’। প্রয়াত তাপস পাল অভিনীত ‘শেষ’ ছবি কোনটি, তাকে কেন্দ্র করেই সূত্রপাত এই ‘শেষ থেকে শুরু’ বিতর্কের। কার ছবিতে প্রয়াত তাপস পাল শেষ অভিনয় করেছেন? জিতেন্দ্র নাহার প্রযোজিত ‘বাঁশি’ না শুভেন্দু দাস পরিচালিত ‘বেগ ফর লাইফ’? আপাতত এই প্রশ্নকে কেন্দ্র করেই বাকবিতণ্ডায় ‘বাঁশি’ ছবির প্রযোজক জিতেন্দ্র নাহার আর ‘বেগ […]

তাপস পাল শেষ অভিনয় করেছেন কোন ছবিতে, বাকবিতণ্ডায় জড়ালেন প্রযোজক-পরিচালক
শুভেন্দু দাস ও জিতেন্দ্র নাহার। (ইনসেটে তাপস পাল)
Follow Us:
| Updated on: Dec 19, 2020 | 11:28 AM

এ যেন আক্ষরিক অর্থেই ‘শেষ থেকে শুরু’। প্রয়াত তাপস পাল অভিনীত ‘শেষ’ ছবি কোনটি, তাকে কেন্দ্র করেই সূত্রপাত এই ‘শেষ থেকে শুরু’ বিতর্কের।

কার ছবিতে প্রয়াত তাপস পাল শেষ অভিনয় করেছেন? জিতেন্দ্র নাহার প্রযোজিত ‘বাঁশি’ না শুভেন্দু দাস পরিচালিত ‘বেগ ফর লাইফ’? আপাতত এই প্রশ্নকে কেন্দ্র করেই বাকবিতণ্ডায় ‘বাঁশি’ ছবির প্রযোজক জিতেন্দ্র নাহার আর ‘বেগ ফর লাইফ’-এর পরিচালক শুভেন্দু দাস। জিতেন্দ্র তাঁকে ফোন করে কড়া সুরে কথা বলেছেন বলে Tv9 বাংলাকে জানিয়েছেন শুভেন্দু।

শুভেন্দুকে ফোন করে ঠিক কী বলেছিলেন জিতেন্দ্র?

শুভেন্দুর দাবি, “জিতেন্দ্রবাবু আমায় ফোন করে বলেন তাঁর ছবিই তাপস পাল অভিনীত শেষ ছবি। আমি তাঁকে বলি, নন্দিনীদি বলতে পারবেন কোনটা তাপস পালের শেষ ছবি। কিন্তু তারপর উনি (জিতেন্দ্র) যেভাবে আমার সঙ্গে কথা বলছিলেন, তা অন্য দিকে চলে যাচ্ছিল। জিতেন্দ্রবাবু আমায় প্রশ্ন করেন, তুমি কীভাবে বললে যে এটা ওঁর শেষ ছবি? সেই সঙ্গে উনি বলেন, ‘আমি এটা হতে দেব না।’ আমি তখন বলি, ‘আপনি আমার পিআর-এর সঙ্গে কথা বলুন।’ বলে ফোনটা রেখে দিই।” এ প্রসঙ্গে ‘বাঁশি’ ছবির প্রযোজক জিতেন্দ্র নাহারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “পরিচালক (‘বেগ ফর লাইফ’-এর পরিচালক শুভেন্দু দাস) ফালতু কথা বলছেন। ও পাঁচ মাস আমার কাছে কাজের জন্য ফোন করেছে। যদি আমার কথায় খারাপ লাগে একশোবার লাগুক, ওরকম ডিরেক্টর প্রচুর আছে।”

প্রসঙ্গত, তাপস পাল এই নামের একটি ফেসবুক পেজে বড়বড় করে দিন কয়েক আগে লেখা হয়েছিল ‘বেগ ফর লাইফ’-ই তাঁর শেষ ছবি। যদিও গত ১০ ডিসেম্বর, সেই ছবির ট্রেলর রিলিজের দিন প্রয়াত তাপস পালের স্ত্রী TV9 Banglaকে জানিয়েছিলেন, তাঁদের আমন্ত্রণ জানানো হয়নি অনুষ্ঠানে। এরপরই সূত্রপাত ‘শেষ থেকে শুরু’ বিতর্কের। ‘বেগ ফর লাইফ‘-এর পরিচালকের বক্তব্য়, “তাপস পালের স্ত্রী বলতে পারবেন তাপসবাবুর শেষ ছবি কোনটা। উনি (তাপস পালের স্ত্রী নন্দিনী পাল) আমার কাছ থেকে ‘বেগ ফর লাইফ’-এর কিছু শুটিংয়ের ছবি নিয়ে তাপস পালের ফেসবুক পেজে পোস্ট করে লেখেন আমার ছবিই তাপসবাবুর শেষ অভিনীত ছবি।”

 

SCREENSHOT

তাপস পাল নামক পেজ থেকে করা পোস্ট

পরিচালক শুভেন্দু দাস গত ১০ ডিসেম্বর, ‘বেগ ফর লাইফ’-এর ছবির ট্রেলর রিলিজের দিনই TV9 Banglaকে  জানিয়েছিলেন, সংশ্লিষ্ট ফেসবুক পেজটি নন্দিনীদেবী দেখাশোনা করেন। এমনকি সংবাদমাধ্যমে সংবাদমাধ্যমকে পাঠানো মেসেজে ‘বেগ ফর লাইফ’ প্রসঙ্গে লেখা ছিল ‘Late Legendary actor Tapas Pal’s last movie।

 

tapas paul

‘বেগ ফর লাইফ’-এ তাপস পাল

 

শুভেন্দুবাবুর পাল্টা হিসেবে ‘বাঁশি’ ছবির প্রযোজক জিতেন্দ্রর প্রশ্ন, “তাহলে আমার ছবির ট্রেলর লঞ্চের সময় শুভেন্দু দাবি করেনি কেন যে, ওর ছবিতে তাপসবাবু শেষ কাজ করেছেন? সংবাদপত্রে বড়বড় করে প্রকাশ করা হয়েছিল যে, ‘বাঁশি তাঁর শেষ অভিনীত ছবি। আর শুভেন্দুর শুটিং তো অনেক আগেই হয়ে গিয়েছিল।”

 

 

তাঁর জীবন যেমন হঠাৎ করে হয়ে উঠেছিল ‘কন্ট্রোভার্সিয়াল’, তেমনই প্রয়াত তাপস পাল অভিনীত ‘শেষ’ও ছবিও রিলিজ করবে বিতর্ক সঙ্গে নিয়েই। বড়দিনে মুক্তি পেতে চলেছে ‘বেগ ফর লাইফ’। এটাই কি দাদার ‘শেষ’ কীর্তি? শেষ থেকে শুরু হওয়া বিতর্ক শেষে তার উত্তর মিলবে কি না, তা আপাতত সময়ই বলবে।