‘মায়ের বারণ! মদ ছুঁইয়েও দেখিনি’, কার্তিকের মন্তব্য শুনে শুরু সমালোচনা

এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা কার্তিক আরিয়ান। সদ্য মুক্তি পেয়েছে 'ভুল ভুলাইয়া থ্রি'। মুক্তির কয়েক দিন কাটতে না কাটতেই ১০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে কার্তিকের ছবি।

'মায়ের বারণ! মদ ছুঁইয়েও দেখিনি', কার্তিকের মন্তব্য শুনে শুরু সমালোচনা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2024 | 10:06 PM

এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা কার্তিক আরিয়ান। সদ্য মুক্তি পেয়েছে ‘ভুল ভুলাইয়া থ্রি’। মুক্তির কয়েক দিন কাটতে না কাটতেই ১০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে কার্তিকের ছবি। ছবির প্রচারের জন্য বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে তাঁকে। সেখানেই নিজের সম্পর্কে এক বড় তথ্য প্রকাশ্যে আনলেন অভিনেতা।

কী বলেছেন কার্তিক? কার্তিকের কথায়, ‘আমি মদ ছুঁয়েও দেখি নি কখনও। কারণ, মায়ের নিষেধ রয়েছে। আর এটা নিয়ে আমার কোনও আগ্রহও নেই। কখনও খাওয়ার ইচ্ছেও হয়নি।’ তবে মদ্যপান না করলেও নিজের অন্য একটি নেশার কথা প্রকাশ্যে আনলেন নায়ক। তাতেও কিন্তু মায়ের নিষেধাজ্ঞা রয়েছে। নায়কের কথা শুনে অনেকে লিখেছেন, “মাম্মাজ বয় কার্তিক। বিয়ের পর তাহলে খুবই সমস্যা হবে।”

যদিও এ প্রসঙ্গে অভিনেতা কিছু বলেননি। কার্তিক বলেন, “তবে আমার একটা নেশা আছে। সেটা হল গাড়ি আর বাইকের। তবে তাতেও মায়ের কড়া নিষেধাজ্ঞা রয়েছে। দামি গাড়ির প্রতি আমার বিশেষ ঝোঁক রয়েছে।’ কার্তিক বলেন, রয়্যাল এনফিল্ড থেকে স্পোর্টস বাইক ডুকাটি স্ক্রাম্বলারও রয়েছে তাঁর। তাঁর কথায়, ‘আমার দামি দামি বাইক আছে, তবে মায়ের বারণ বলে চালাই না। ওগুলো পড়েই রয়েছে।” উল্লেখ্য,এই মুহূর্তে সাফল্যের মধ্যগগনে অভিনেতা। তাঁকে আরও নতুন নতুন চরিত্রে দেখার জন্য অপেক্ষায় দর্শক।