পাতা ছিল মৃত্যুফাঁদ, বিষ দিয়ে মেরে ফেলার চেষ্টা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্টকে!

Bashar Al Assad: রাশিয়ার এক প্রাক্তন গুপ্তচর জেনারেল এসভিআর সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, রবিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাশার আল আসাদ। ভয়ঙ্করভাবে কাশি শুরু হয় তাঁর, কার্যত দম বন্ধ হয়ে আসে। সঙ্গে সঙ্গেই চিকিৎসক ডাকা হয়।

পাতা ছিল মৃত্যুফাঁদ, বিষ দিয়ে মেরে ফেলার চেষ্টা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্টকে!
বাশার আল-আসাদ।Image Credit source: X
Follow Us:
| Updated on: Jan 03, 2025 | 8:21 AM

মস্কো: দেশ ছেড়ে পালিয়েও শান্তি নেই। বিদেশের মাটিতেই খুনের চেষ্টা সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে। সূত্রের খবর, তাঁকে বিষ দেওয়া হয়েছে। ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন আসাদ।

২০২৪ সালের শেষভাগে বিদ্রোহীদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে সিরিয়া। রাজধানী দামাস্কাস সহ একের পর এক শহর দখল করে সশস্ত্র বিদ্রোহীরা। প্রাণ বাঁচাতেই বাধ্য হয়ে দেশ ছাড়েন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আশ্রয় নেন রাশিয়ার মস্কোয়।

সূত্রের খবর, মস্কোতেই নিজের অ্যাপার্টমেন্টে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে আসাদকে। রাশিয়ার এক প্রাক্তন গুপ্তচর জেনারেল এসভিআর সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, রবিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাশার আল আসাদ। ভয়ঙ্করভাবে কাশি শুরু হয় তাঁর, কার্যত দম বন্ধ হয়ে আসে। সঙ্গে সঙ্গেই চিকিৎসক ডাকা হয়।

রাশিয়ার ওই প্রাক্তন গুপ্তচরের দাবি, বাশার আল আসাদকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। তাঁকে বিষ দেওয়া হয়েছিল। সঙ্গে সঙ্গেই চিকিৎসা পাওয়ায় বিপদ ঘটেনি। সোমবার তাঁর অবস্থা কিছুটা স্থিতিশীল হয়। তখনই নানা পরীক্ষা করা হয়। তাতে তাঁর শরীরে বিষের উপস্থিতি মিলেছে বলেই সূত্রের খবর।

যদিও এই বিষয়ে রাশিয়া বা সিরিয়ার তরফে সরকারি কোনও বিবৃতি দেওয়া হয়নি।