‘ফোন ভূত’-এর শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। উদয়পুরে চলছে ছবির শুটিং। ক্যাটরিনা কইফের সঙ্গে ছবিতে রয়েছে সিদ্ধান্ত চতূর্বেদীও। তবে শুটিংয়ের মাঝে চলল ব্যাডমিন্টন ম্যাচ। আর ছবির আরেক অভিনেতা ইশান খট্টর দাঁড়িয়ে দেখল সেই ম্যাচ। তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ নাচলেন ইশান। হয়তো হাতে র্যাকেট পাওয়ার অপেক্ষা করতে করতে বোর হচ্ছিলেন ইশান। ক্যাটরিনার পোস্ট করা ভিডিও দেখে অন্তত তা-ই মনে হল।
আরও পড়ুন ক্যামেরা চললে আমি আর রণবীর ভাল হয়ে যাই: জ্যাকলিন
ভিডিও শেয়ার করে ক্যাটরিনা লিখলেন, ‘ভীষণ পেশাদার এক ব্যাডমিন্ট ম্যাচ তবে তার সঙ্গে রয়েছে ইশানের নাচ। তিনি খেলতে পারেননি। সিদ্ধান্তকে দেখে মনে হয়েছে উনি আমায় এক হাত নিয়েছেন কিন্তু আদপে তা হয়নি।’
সিদ্ধান্ত এবং ইশান দুজনেই ভিডিওতে কমেন্ট করেছেন। সিদ্ধান্ত লিখেছেন, ‘হা হা এবার আসল ভার্সনের জন্য অপেক্ষা করো।’ আর ইশান লিখলেন, ‘সিড তুমি বেশি কথা বলছ, ও তোমায় সিদ্ধান্ত চতূর্বেদী লিখে ট্যাগ করেছে। ক্যাটি উইদ ব্যাডি’
সিদ্ধান্তও বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ইনস্টাতে। ছবি দেখে বোঝা যাচ্ছে ত্রিমূর্তি বেশ এনজয় করছেন ছবির শুটিং। সিদ্ধান্তের পোস্ট আরেক ভিডিওতে দেখা যাচ্ছে ইশানের সঙ্গে মস্করায় মেতেছেন তিনি। ব্যকগ্রাউন্ডে শোনা যাচ্ছে কিশোর কুমারের গলায় ‘রিমঝিম গিরে সাওয়ান’ গানটি।
ক্যাপশানে লেখেন, ‘ক্যাটরিনা, এসো ছেলেদের সঙ্গে ওয়ার্ক আউট করো।’