নতুন করে মার্শাল আর্ট শিখছেন ফিটনেস ফ্রিক ক্যাটরিনা!

স্বরলিপি ভট্টাচার্য | Edited By: arunava roy

Mar 04, 2021 | 1:32 PM

টাইগার ফ্র্যাঞ্চাইজির আগামী ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন মনীশ শর্মা। শুধু ক্যাটরিনা নন, সলমন খানকে দিয়েও বিভিন্ন অ্যাকশন করাতে চান তিনি। কোনও ডামি নয়, এক্ষেত্রে অভিনেতাকেই ব্যবহার করতে চান পরিচালক।

নতুন করে মার্শাল আর্ট শিখছেন ফিটনেস ফ্রিক ক্যাটরিনা!
ক্যাটরিনা কাইফ।

Follow Us

বলিউড (bollywood) অভিনেত্রী (Actress) ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) জীবনে এখন ব্যস্ততার অন্ত নেই। টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির শুটিং শুরু করবেন আগামী ৮ মার্চ থেকে। তার আগে কঠিন ট্রেনিংয়ে ব্যস্ত অভিনেত্রী।

সূত্রের খবর, এই ছবিতে ভরপুর অ্যাকশন রয়েছে। আর তা নাকি নিজেই করবেন ক্যাটরিনা। সে কারণেই গত ১৪ দিন ধরে দক্ষিণ কোরিয়ার স্টান্ট আর্টিস্টের কাছে ট্রেনিং নিচ্ছেন ক্যাটরিনা।

টাইগার ফ্র্যাঞ্চাইজির আগামী ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন মনীশ শর্মা। শুধু ক্যাটরিনা নন, সলমন খানকে দিয়েও বিভিন্ন অ্যাকশন করাতে চান তিনি। কোনও ডামি নয়, এক্ষেত্রে অভিনেতাকেই ব্যবহার করতে চান পরিচালক। সে কারণেই গত দু’সপ্তাহ ধরে ক্যাটরিনা এবং সলমনও ফিটনেস বাড়াতে প্রচুর পরিশ্রম করছেন বলে খবর।

আরও পড়ুন, মেড ইন হেভেন টু’-র শুটিং শুরু, ছবি শেয়ার করলেন সবিতা

ক্যাটরিনা ফিটনেস ফ্রিক। বলিউডের সেলেব ফিটনেস ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালার কাছে দৈনন্দিন ট্রেনিং করেন তিনি। কিন্তু এই ছবির জন্য আলাদা করে মার্শাল আর্ট শিখতে হচ্ছে তাঁকে। যদিও এ প্রসঙ্গে এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু বলেননি নায়িকা। তবে শুধু পরিচালকের চাহিদা নয়, ক্যাটরনা নিজেও অন ক্যামেরা স্টান্ট করতে চেয়েছিলেন। সে কারণেই নাকি নিজের উদ্যোগে এই ট্রেনিং নিচ্ছেন নায়িকা।

Next Article