গর্ভবতী ক্যাটরিনার সঙ্গে এ কী ঘটল? মেজাজ হারিয়ে কড়া বার্তা সোনাক্ষীর
ছবিগুলোতে ক্যাটরিনার বেবি বাম্প স্পষ্ট চোখে পড়ে। একশ্রেণি যেমন ছবি হাতে পেয়ে বেজায় খুশি, অপর শ্রেণি আবার করছে তীব্র প্রতিবাদ। অনেকেই প্রশ্ন তোলেন— “কারও বাড়ির ভিতর থেকে ছবি তোলা কি আদপে বৈধ?”, “এটা স্পষ্টই গোপনীয়তার লঙ্ঘন।”

বলিউড জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল বর্তমানে চর্চার কেন্দ্রে। কারণ, অনুরাগীরা সুখবরের অপেক্ষায় দিন গুনছে। মা হতে চলেছেন ক্যাটরিনা কইফ। কানাঘুষো খবর ছড়িয়েছিল কয়েকমাস আগেই, তবে বেশিদিন তা গোপন না রেখে জুটি প্রকাশ্যে আনেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর। ব্যক্তিগত জীবন নিয়ে গোপনীয়তা বজায় রাখতেই পছন্দ করেন এই দম্পতি। বর্তমানে ক্যাটরিনার বেশিরভাগ সময় কাটাচ্ছেন মুম্বইয়ের নিজের বাড়িতে পরিবারের সঙ্গে। তবে বৃহস্পতিবার এক মিডিয়া পোর্টাল তাঁর বাড়ির বারান্দা থেকে তোলা কিছু ব্যক্তিগত ছবি প্রকাশ করে দেয়, যা মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ছবিগুলোতে ক্যাটরিনার বেবি বাম্প স্পষ্ট চোখে পড়ে। একশ্রেণি যেমন ছবি হাতে পেয়ে বেজায় খুশি, অপর শ্রেণি আবার করছে তীব্র প্রতিবাদ। অনেকেই প্রশ্ন তোলেন— “কারও বাড়ির ভিতর থেকে ছবি তোলা কি আদপে বৈধ?”, “এটা স্পষ্টই গোপনীয়তার লঙ্ঘন।” এক অনুরাগী লিখেছেন, “এটা একেবারেই অপরাধ! পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত।” আরও অনেকে সংশ্লিষ্ট পোর্টালকে ছবিগুলো মুছে ফেলার অনুরোধও করেন। যদিও এখন পর্যন্ত ক্যাটরিনা বা ভিকি— কেউই এ বিষয়ে কোনও মন্তব্য করেননি, তবে মেজাজ হারালেন সোনাক্ষী সিনহা।
সোনাক্ষী ক্ষোভ প্রকাশ করে সরাসরি মিডিয়াকে একহাত নিলেন। লিখলেন, “তোমাদের হয়েছেটা কী? একজন মহিলা, নিজের বাড়িতে বসে থাকা অবস্থায় তাঁর সম্মতি ছাড়া ছবি তুলে প্রকাশ করা— এটা অপরাধ! লজ্জাজনক।” তাঁর মন্তব্যের পর আরও বহু তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ ক্যাটরিনার হয়ে প্রতিবাদ করেন।
উল্লেখ্য, এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছিল। ২০২২ সালে অভিনেত্রী আলিয়া ভাট-এর গোপন ছবি প্রকাশ করে এক মিডিয়া পোর্টাল, তিনিও তখন গর্ভবতী। আলিয়া সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মুম্বই পুলিশের নজরে এসেছিলেন। ক্যাটরিনা ও ভিকি যদিও এই বিষয় এখনও কোনও মন্তব্য করেননি। তবে হাতে আর কয়েকটা দিন মাত্র, যে কোনও সময় আসতে পারে সুখবর।
