অনস্ক্রিন ভাই-বোন বহুদিন হল চুটিয়ে প্রেম করছেন। সব ঠিক থাকলে এই বছরেই বিয়ে করতে পারেন আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। সেই কৌশাম্বীই কিনা এবার অন্য নায়কের বাহুডোরে? দেখেই সামাজিক মাধ্যম জুড়ে চলল চরম প্রতিবাদ। এই কাণ্ড কিছুতেই মেনে নিতে পারলেন না তাঁদের ভক্তরা। কী ঘটেছে?
পয়লা বৈশাখ উপলক্ষে ‘সোমদা’ অর্থাৎ ধ্রুবজ্যোতি সরকারের সঙ্গে এক রোম্যান্টিক ফটোশুট করেন কৌশাম্বী। দু’জনের পোশাকেই ছিল রঙমিলান্তি। আর এই বৈশাখি ফটোশুট নিয়েই আপত্তি জানিয়েছেন অনেকেই। তাঁদের একটাই প্রশ্ন, ‘আদৃত কোথায়?” নিজেদের সম্পর্ককে কখনওই প্রকাশ্যে আনেননি আদৃত ও কৌশাম্বী। বাড়িতে সকলেই জানেন। কিন্তু তাঁদের কাজের থেকে বেশি ব্যক্তিগত বিষয় নিয়ে চর্চা হোক– এমনটা কখনওই চাননি তাঁরা।
যদিও প্রেমের বয়স বেশ খানিকটা পার হয়ে গিয়েছে। তাঁদের নিয়ে ট্রোলিংও কম হয় না। ‘মিঠাই’ ধারাবাহিকে সৌমিতৃষা কুন্ডু ও আদৃত রায়ের কেমিস্ট্রি দেখার পর থেকে অনেকেই ভেবে নিয়েছিলেন তাঁরা বুঝি সম্পর্কে রয়েছেন। কিন্তু তার বদলে কৌশাম্বীর এন্ট্রি অনেকেই মেনে নিতে পারেননি। সেই কারণে সামাজিক মাধ্যমে কৌশাম্বীকে কম সমালোচনার মুখে পড়তে হয়নি। যদিও যত দিন গিয়েছেন ততই প্রেম বেড়েছে তাঁর। সেই প্রেম পরবর্তীতে কবে দ্বিতীয় পদক্ষেপের দিকে এগোয় এখন সেটাই দেখার। এর আগে সুপ্রিয়া মন্ডলের সঙ্গে বিয়ে ভাঙে আদৃতের। তা যদিও অতীত। আপাতত দু’জনে ভালই আছেন।