রবিবার দুপুরে একসঙ্গে লাঞ্চ সারলেন কিয়ারা আদবানি-সিদ্ধার্থ মালহোত্রা

রণজিৎ দে |

Jan 25, 2021 | 1:08 PM

রবিবারের দুপুর। কিয়ারা আদবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা একসঙ্গে লাঞ্চ সারলেন। সিদ্ধার্থ মালহোত্রার পরিবারও সঙ্গে ছিল।

রবিবার দুপুরে একসঙ্গে লাঞ্চ সারলেন কিয়ারা আদবানি-সিদ্ধার্থ মালহোত্রা
সিদ্ধার্থ-কিয়ারা

Follow Us

রবিবারের দুপুর। শুটিংয়ের ঝামেলা নেই। ছুটির মেজাজ। এমন দিনে একা থাকা যায়! ওঁরা থাকেনওনি। কিয়ারা আদবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা একসঙ্গে লাঞ্চ সারলেন। অবশ্য নিরিবিলি, নিভৃত ‘তুমিআমি’ লাঞ্চ নয়। সিদ্ধার্থ মালহোত্রার পরিবারের সঙ্গে লাঞ্চ করলেন কিয়ারা। মুম্বইতেই একটি রেঁস্তোরায় রবিবারের দুপুরে লাঞ্চ সারলেন তাঁরা। যে যাঁর নিজের গাড়িতেই এসেছিলেন তাঁরা। কিয়ারা পরেছিলেন একটা ক্রপ টপ। খোলা চুলে তাঁকে খুব সুন্দর দেখাচ্ছিল। সিদ্ধার্থ ছিলেন ক্যাজুয়াল লুকে। একটা টিশার্ট আর ট্রাউজারস পরে তিনি এসেছিলেন লাঞ্চে। দু’জনের মুখেই ছিল মাস্ক। বোঝাই যাচ্ছে দু’জনেই কোভিড পরিস্থিতি নিয়ে যথেষ্ট সচেতন।

ইন্ডাস্ট্রিতে হাওয়ায় খবর, কিয়ারাসিদ্ধার্থ নাকি প্রেম করছেন! ‘নিউ ইয়ার ইভ’ কাটাতে একসঙ্গে মালদ্বীপেও বেড়াতে গিয়েছিলেন তাঁরা। যদিও এই ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন দু’জনেই। তাঁরা কেউই অস্বীকারও করেননি, আবার স্বীকারও করেননি। যদিও দু’জনের হাবেভাবে গুঞ্জন ক্রমশই জোরালো হচ্ছে। ইতিমধ্যে একটি সাক্ষাৎকারে কিয়ারাকে রোম্যান্সের আইডিয়া নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন “ প্রেমের ব্যাপারে আমি একটু পুরনোপন্থী। একনিষ্ঠ প্রেমেই আমি বিশ্বাসী।”

ই মুহূর্তে কিয়ারা এবং সিদ্ধার্থ ‘শেরশাহ’র শুটিং নিয়ে ব্যস্ত। এই প্রথম একসঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় কাজ করছেন তাঁরা। পরমবীর চক্র প্রাপ্ত ক্যাপটেন বিক্রম বাত্রার চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ। অন স্ক্রিন প্রেমিকার চরিত্রে আছেন কিয়ারা।

আরও পড়ুন :টক্করে হারলেন করণ জোহর! ছ’কোটি খরচ করে স্ক্রিপ্ট কিনলেন এই প্রযোজক

এবার ‘রিল কাপল’ কবে ‘রিয়্যাল কাপল’ হয়, এখন সেটাই দেখার।

Next Article