AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কিশোর কুমারের জন্মদিনে গান করবেন ছেলে অমিত কুমার আর নাতনি মুক্তিকা

৪ অগাষ্ট কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের জন্মদিন। এই উপলক্ষে কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত হয়েছে সঙ্গীতানুষ্ঠান "জীবন কে হর মোড় পে''। গান করবেন কিশোর কুমারের নাতনি মুক্তিকা

কিশোর কুমারের জন্মদিনে গান করবেন ছেলে অমিত কুমার আর নাতনি মুক্তিকা
| Edited By: | Updated on: Jul 29, 2025 | 1:34 PM
Share

৪ অগাষ্ট কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের জন্মদিন। এই উপলক্ষে কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত হয়েছে সঙ্গীতানুষ্ঠান “জীবন কে হর মোড় পে”, উদ্যোগে বেঙ্গল ওয়েব সলিউশন, রাজেশ্বরী ইভেন্ট ম্যানেজমেন্ট, রেড ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড ইভেন্ট। ভাবনা ও ব্যাবস্থাপনায় শ্যাম সরকার। আগামী ৩১ জুলাই, ২০২৫, সন্ধ্যা ৬টা থেকে সঙ্গীত পরিবেশন করবেন অমিত কুমার, শৈলজা সুব্রমণিয়ম, অলোক কাটডারে, কিশোর সোধা (ট্রাম্পেট) এবং কিশোর কুমারের নাতনি মুক্তিকা গাঙ্গুলি।বাবা অমিত কুমার ও দাদু কিশোর কুমারের পদাঙ্ক অনুসরণ করে এদিনের সন্ধ্যায় অমিত কুমারের সঙ্গে থাকছেন মুক্তিকা। উল্লেখ্য, অমিত কুমারের বিশেষ কিশোর স্মরণে করা অ্যালবাম “বাবা মেরে”-র শীর্ষ সঙ্গীতে মুক্তিকা গাঙ্গুলির গানে আত্মপ্রকাশ ঘটেছিল। সঙ্গে গান গেয়েছিলেন নিজেরই সুরে অমিত কুমার স্বয়ং। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে কিশোর কুমারের পাশাপাশি আরেক কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোঁসলের গানেরও উদযাপন করা হবে। কিশোর কুমার এবং আশা ভোঁসলে এক সঙ্গে অনেক দ্বৈত কণ্ঠে কালজয়ী গান করেছেন। এদিনের অনুষ্ঠানের নামকরণ তেমনই এক জনপ্রিয় গানের রেশ ধরেই “জীবন কে হর মোড় পে”। গানের পাশাপাশি থাকবে স্মৃতিচারণা, গানের গল্প বলবেন স্বয়ং অমিত কুমার। অনুষ্ঠান উপস্থাপনা করবেন আর. জে . অরবিন্দ। মুক্তিকা গাঙ্গুলি জানালেন, “আমি স্টেজ শো করতে ভীষণ ভালোবাসি। বাবাকেও দেখছি ছোট বয়স থেকে স্টেজে কীভাবে এত শ্রোতাদের আনন্দ দেন। আর দাদুর জায়গায় পৌঁছে যাওয়া তো সম্ভবই নয়। বাবা বলেন আনন্দ করে গান করতে। সেটা মাথায় রেখে চলি।”