নারীদিবসেই সবচেয়ে দামি উপহার কৌশানীর, ‘সারাজীবন তোকে…’

Mar 08, 2024 | 6:58 PM

Koushani Mukherjee: সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় কৌশানী। তবে শুধু সামাজিক মাধ্যমই নয় ব্যক্তিগত জীবনেও সকলকে নিয়ে থাকতে খুব ভালবাসেন তিনি। বিগত বেশ কিছু সময় কৌশানী ও তাঁর দীর্ঘদিনের প্রেমিক বনি সেনগুপ্তের বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে হচ্ছে বেজায় আলোচনা।

নারীদিবসেই সবচেয়ে দামি উপহার কৌশানীর, সারাজীবন তোকে...
কৌশানী মুখোপাধ্যায়

Follow Us

আজ অর্থাৎ শুক্রবার নারীদিবস। এই নারীদিবসের দিনের জীবনের অন্যতম শ্রেষ্ঠ উপহারকে নিয়ে মন উজাড় করা এক পোস্ট করলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। একরত্তিকে কোলে নিয়ে গোটা দুনিয়ার কাছে করলেন ভালবাসার ইজহার। কেন এই খুদে? কেন তাঁকে পেয়ে এতটা উত্তেজিত কৌশানী? এক একরত্তি হল কৌশানীর প্রিয় বান্ধবীর ছেলে। তাকে কোলে নিয়ে কৌশানী লেখেন, “এই নারীদিবসে আমি কিছু বলতে চাই। আমার প্রিয়বন্ধুকে কিছু জানাতে চাই। এটাই বলতে চাই যে, মাসি হতে পাওয়ার এই সৌভাগ্য করে দেওয়ার জন্য ধন্যবাদ। নিজের সন্তানের মতো আমি সিম্বাকে সারাজীবন ভালবেসে যাব।”

সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় কৌশানী। তবে শুধু সামাজিক মাধ্যমই নয় ব্যক্তিগত জীবনেও সকলকে নিয়ে থাকতে খুব ভালবাসেন তিনি। বিগত বেশ কিছু সময় কৌশানী ও তাঁর দীর্ঘদিনের প্রেমিক বনি সেনগুপ্তের বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে হচ্ছে বেজায় আলোচনা। প্রথমে শোনা গিয়েছিল লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পরেই নাকি বিয়ে করতে চলেছেন তাঁরা।

তবে সম্প্রতি টিভিনাইন বাংলাকে বনি জানিয়েছেন, এই বছর কোনওভাবেই বিয়ে করছেন না তাঁরা। বলিউডি কায়দায় বিয়ের ইচ্ছে রয়েছে তাঁদের। তাই বিয়ে করতে করতে আগামী বছর। গত বছরই রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘আবার প্রলয়’-এর সম্পূর্ণ অন্য রূপে দেখা গিয়েছে তাঁকে। যে কৌশানীকে এতদিন আইক্যান্ডি হিসেবেই মনে করতেন সকলে সেই ইমেজ ভেঙে নতুন রূপে ধরা দিয়েছেন তিনি। তাঁর অভিনয়েরও প্রশংসা হয়েছে বিস্তর।

Next Article