বলিউডে এখন একটাই খবর। তা হল– বিয়ে করছেন কৃতি শ্যানন। তাঁর প্রেমিকের পরিচয়ও এসেছে সামনে। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে নাকি আত্মিক সম্পর্ক রয়েছে তাঁর হবু বরের, শোনা যাচ্ছে এমনটাই। কে তাঁর হবু বর? জেনে নেওয়া যাক বিস্তারিত। জানা যাচ্ছে, কবীর বাহিয়া নামক মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নামজাদা ব্যবসায়ীর সঙ্গেই নাকি প্রেমে তিনি। ২০১৮ সালে মিলফিল্ড স্কুল থেকে পড়াশোনা শেষ করেন তিনি। কবীরের বাবা কুলজিন্দর বাহিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ট্র্যাভেল এজেন্সি সাউথহল ট্র্যাভেলের মালিক। প্রশ্ন হল, ধোনি তাঁদের কে হন?
ছোট থেকেই ক্রিকেটের প্রতি বিশেষ আকর্ষণ বোধ করতেন কবীর। ধোনির স্ত্রী সাক্ষী ধোনির সম্পর্কিত ভাই তিনি। সম্পর্কে তিনি ধোনির শ্যালক। সাক্ষীর শেয়ার করা একাধিক ছবিতে কবীরকে দেখতে পাওয়া যায়। এমনকি হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্তানকোভিচের বিয়েতেও হাজির ছিলেন তিনি। এখানেই শেষ নয়, এই বছর নিউ ইয়ার উদযাপনে কবীর উড়ে গিয়েছিলেন দুবাইয়ে। ওই সেলিব্রেশন সামিল হয়েছিলেন ধোনি ও সাক্ষীও। হাজির ছিলেন কৃতি ও তাঁর বোন নূপুর শ্যাননও।
যদিও মাস কয়েক আগে কৃতিকে কবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি মানতে চাননি। তিনি বলেন, “আমার নামে মিথ্যে বলা হচ্ছে। ব্যাপারটা আমার কাছে ভীষণ হতাশাজনক। আমার পরিবারের উপরেও এর প্রভাব পড়ছে। সবাই আমাকে মেসেজ পাঠাচ্ছে। আমাকে আবার তাঁদেরকে ব্যাপারটা পরিষ্কার করতে হচ্ছে। ভীষণ অসহ্য লাগছে এই গোটা ব্যাপারটা। কৃতি না মানলেও গুঞ্জন থামেনি। আগামী দিনে কী হয় এখন সেটাই দেখার…