‘নাটক বন্ধ করুন…’ রাত ২টোয় রাস্তায় মধুমিতার ভিডিয়ো দেখে বিরক্ত অনুরাগীরা

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Aug 30, 2024 | 6:50 PM

Tollywood: দেওঘরের রাস্তায় মধ্যরাতে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী মধুমিতা সরকার। কপাল ভর্তি চন্দনের টিপ। তিনি যে শিবের স্থানে গিয়েছেন সে কথা সকলের জানা। সেখানে গিয়েই মাঝ রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। ঘুরতে ঘুরতে একটি ভিডিয়োও করেন নায়িকা। যেখানে দেখা যাচ্ছে, তিনি বলছেন রাতে তিনি একা একা নির্জন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কেউ কিছু দেখছেনই না।

নাটক বন্ধ করুন... রাত ২টোয় রাস্তায় মধুমিতার ভিডিয়ো দেখে বিরক্ত অনুরাগীরা

Follow Us

দেওঘরের রাস্তায় মধ্যরাতে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী মধুমিতা সরকার। কপাল ভর্তি চন্দনের টিপ। তিনি যে শিবের স্থানে গিয়েছেন সে কথা সকলের জানা। সেখানে গিয়েই মাঝ রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। ঘুরতে ঘুরতে একটি ভিডিয়োও করেন নায়িকা। যেখানে দেখা যাচ্ছে, তিনি বলছেন রাতে তিনি একা একা নির্জন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কেউ কিছু দেখছেনই না। নায়িকা বলেন,”আমি চাই শারদীয়ার আগে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

সব মেয়েরা যে সুরক্ষিত সেটা অনুভব করে।” তবে নায়িকার এই ভিডিয়ো মোটেই ভাল চোখে নেননি কেউ। বলা যেতে পারে নায়িকার ভিডিয়ো দেখে সবাই বিরক্ত। কেউ কেউ মন্তব্য করেছেন, যে এমনন সাজানো ভিডিয়ো তৈরি করা সহজ। একের পর এক নেতিবাচক মন্তব্যে ভরে গিয়েছে অভিনেত্রীর ইনস্টাগ্রামের পাতায়। যদিও ইদানীং তারকারা যেটাই পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় একটু এ দিক ওদিক দেখলেই সমালোচনা করতে ছাড়ছেন না কেউই।

 

একটি লম্বা মন্তব্য লেখেনল এক ব্যক্তি। তিনি লেখেন,”আপনি যে অভিনয় করে ক্যামেরা-লাইট ধরে ভিডিয়ো করছেন। এই জন্যই রাত ২টোর সময় আপনাকে কেউ দেখছে না। কিন্তু আপনি হয়তো ভিডিয়োটা আপলোড করার আগে দেখেননি। যে মেয়েগুলোর উপর ধর্ষণ হয় তারা রাত ২টোর সময় ক্যামেরা অন করে ভিডিয়ো তৈরি করে না। মূল কথা হল মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। আপনি এই সব নাটক না করে আসল কথাগুলো বললে বরং অনেক কাজে লাগবে।” উল্লেখ্য, কিছু দিন আগে স্বাধীনতা দিবসের দিন ভুল বানান লেখার জন্যও সমালোচনার মুখে পড়তে হয় নায়িকাকে। পরে অবশ্য তিনি জনসমক্ষে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেন। জানান, তিনি আবেগের বশে ভুল করে ফেলেছিলেন। শিল্পী হিসাবে তাঁরও একটা দায়িত্ব আছে।

Next Article