টলিপাড়ার এক নায়িকার সঙ্গে ‘বাজে’ ব্যবহার করেছিলেন পরমব্রত! কী অভিযোগ করেন অভিনেত্রী?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Aug 30, 2024 | 7:07 PM

Tollywood: সিরিয়াল পাড়ার জনপ্রিয় মুখ অভিনেত্রী মানালি দে। 'বৌ কথা কও' সিরিয়ালের মাধ্যমে অভিনয় যাত্রার শুরু তাঁর। তখন অবশ্য তিনি স্কুলের গণ্ডি পার করেননি। রাতারাতি স্টার হয়ে যান মানালি। কিন্তু অভিনয় জগতে প্রবেশ করার আগে পর্যন্ত আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই কাটত তাঁর জীবন। তাই তো ছোটবেলায় এমন কাণ্ড করেছিলেন।

টলিপাড়ার এক নায়িকার সঙ্গে বাজে ব্যবহার করেছিলেন পরমব্রত! কী অভিযোগ করেন অভিনেত্রী?

Follow Us

সিরিয়াল পাড়ার জনপ্রিয় মুখ অভিনেত্রী মানালি দে। ‘বৌ কথা কও’ সিরিয়ালের মাধ্যমে অভিনয় যাত্রার শুরু তাঁর। তখন অবশ্য তিনি স্কুলের গণ্ডি পার করেননি। রাতারাতি স্টার হয়ে যান মানালি। কিন্তু অভিনয় জগতে প্রবেশ করার আগে পর্যন্ত আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই কাটত তাঁর জীবন। তাই তো ছোটবেলায় এমন কাণ্ড করেছিলেন। যে জানতে পেরেছিলেন টলিপাড়ার এক নায়কের আসল রূপ। না তেমন কোনও বড় ব্যাপার নয়। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে ব্যক্তিগত ভাবে খুবই পছন্দ করেন মানালি। ‘দাদাগিরি’র একটি পর্বে অতিথি হিসাবে এসেছিলেন নায়িকা।

সেই একই পর্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরমব্রতও। সেই পর্বেই মানালির পরমের প্রতি ভাল লাগার প্রসঙ্গ তোলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সে কথা উঠতেই লজ্জায় লাল মানালি। নায়ককে ভাল লাগাল কথা যেমন তিনি মেনে নেন। তেমনই আবার ফাঁস করেন পরমব্রতর ব্যবহারের কথাও।সে সময় মোবাইল ফোনের ততটাও চল ছিল না। ভরসা ছিল একমাত্র ল্যান্ড লাইন। সেই ছোটবেলায় পরমের ফোন নম্বর জোগাড় করেছিলেন মানালি। তার পরেই নায়ককে যোগাযোগ করার চেষ্টা করেন অভিনেত্রী।

সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলেই দেখা যায় টলিপাড়ার নায়ক নায়িকাদের একগুচ্ছ ভক্তকুল। কিন্তু জানেন কি এমন অনেক অভিনেতাদের জন্য পাগল আপনাদের প্রিয় নায়ক-নায়িকারাও। যদিও সাধারণত বলতে শোনা যায় না সে কথা। তবে মানালির ক্ষেত্রে কোনও লুকোছাপা ছিল না। হাসতে হাসতে সৌরভই নায়িকার গোপন কথা ফাঁস করলেন। তবে মানালি তাতে কোনও বাধা দেননি। উল্টে পুরো গল্পটাই উজাড় করে দিয়েছেন সবাইকে।

 

মানালি বলেন,”তখন আমি অনেকটাই ছোট। ল্যান্ড লাইনের সময় ছিল। পরমদার নম্বর জোগাড় করে অনেক বার ফোন করতাম। কখনও ফোন ধরত কখনও আবার ধরত না। এক বার তো ফোন ধরে বলেছিল এখন ব্যস্ত আছি কথা বলতে পারব না। খুবই রুড ছিল পরমদা।” মানালির মুখে এই গল্প শুনে তো হতবাক নায়ক। তবে দুই অভিনেতাই বর্তমানে টলিপাড়ার জনপ্রিয় নাম। শেষ বার মানালিকে দর্শক দেখেছিলেন ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়ালে।

Next Article