সুশান্ত সিং রাজপুত মারা গিয়েছেন নয় মাস অতিক্রান্ত। স্মৃতি ফিকে হয়েছে ক্রমশ। তাঁর অস্বাভাবিক মৃত্যু বিতর্কে ফের মুখ খুললেন সুশান্তের বিশেষ বন্ধু কৃতি শ্যানন। তাঁর মতে সুশান্তের মৃত্যু প্রসঙ্গে মানুষ সংবেদনশীল হতে ভুলে গিয়েছিল। চারদিক ছেয়ে গিয়েছিল নেতিবাচক মনোভাবে। এক সাক্ষাৎকারে অকপট অভিনেত্রী।
কৃতির কথায় একটা সময়ের পর গোটা বিষয়টা এতটাই টক্সিক হয়ে গিয়েছিল যে তা থেকে দূরে থাকারই সিদ্ধান্ত নিয়েছিলেন কৃতি। গত বছর ১৪ জুন নিজের ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অবসাদ থেকে আত্মহত্যা নাকি সুপরিকল্পিত খুন? তা নিয়ে কম কাঁটাছেড়া হয়নি। তাঁর মৃত্যুরহস্য তদন্তে সিবিআই, ইডি এবং সবশেষে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হস্তক্ষেপ– পরিস্থিতি জটিল করে তোলে ক্রমশ। পাল্লা দিয়ে চলতে থাকে মিডিয়া, সোশ্যাল মিডিয়া ট্রায়াল।
সে প্রসঙ্গেই কৃতির বক্তব্য, “চারদিকে এত কথা এত আলোচনা হচ্ছিল যে তাঁর অংশ হতে চাইনি আমি। এমনটা একটা জায়গায় পৌঁছে গিয়েছিল যে মানুষ সংবেদনশীল হওয়া ছেড়ে দিয়েছিল। গোটা বিষয়টার বিশ্লেষণ করে কারও সঙ্গে আমার অনুভূতি শেয়ার করার কথা মনে হয়নি। পাশপাশি যা পানি বলতে চান, তা আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও বলতে পারেন। জোরে জোরে বলার থেকে সোশ্যাল মিডিয়াতেও তা বলতে পারেন।”
প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর ঠিক দু’দিন পর তাঁকে নিয়ে একটি আবেগমাখা পোস্ট করেছিলেন অভিনেত্রী। তিনি লিখেছিলেন, “সুশ, তোমার অসাধারণ মন একই সঙ্গে তোমার বন্ধু এবং শত্রু দুইই ছিল। যদি তোমার ভাঙা মনটাকে জোড়া লাগাতে পারতাম। আমি পারিনি। তোমার জীবনের একটা অংশ সারা জীবন আমার মনে জীবিত হয়ে থাকবে।” গত ২১ জানুয়ারি সুশান্তের জন্মদিনেও পোস্ট করেছিলেন কৃতি। সুশান্তের হাসিমাখা মুখের ছবি পোস্ট করে কৃতি লিখেছিলেন, “এভাবেই তোমায় মনে রাখতে চাই…শিশুর মতো হাসছ। শুভ জন্মদিন সুশ।”
সুশান্তের শেষযাত্রায় বলিউড থেকে হাতে গোনা যে কয়েকজন উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে কৃতি অন্যতম। তাঁর এবং সুশান্তের সম্পর্ক নিয়ে একসময় ইন্ডাস্ট্রিতে কম আলোচনা হয়নি। প্রেমিকা নাকি শুধুই বন্ধু? সুশান্তের কাছে ঠিক কী ছিলেন কৃতি? তা জানা যায়নি। তবে সুশ যে তাঁর কাছে সত্যিই ‘স্পেশ্যাল’ তা আজও অকপটে স্বীকার করেন অভিনেত্রী।