শুক্রবার মানেই উইকেন্ড মুড। শুক্রবার মানেই পার্টি নাইট। অনেকের মতোই এই ধারণায় বিশ্বাস করেন সানি লিওনও (Sunny Leone)। গতকাল রাত ছিল সানির ডেট নাইট। কিন্তু কার সঙ্গে ডেটে গিয়েছিলেন নায়িকা (Actress)?
শুক্রবার রাতে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে ডেটে গিয়েছিলেন সানি। একসঙ্গে কোয়ালিটি টাইম কাটিয়েছেন দম্পতি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন তিনি।
ডেট নাইটে সানির ফ্যাশন ছিল চোখে পড়ার মতো। কালো ফুলস্লিভ টপ, বেজ রঙের স্কার্ট পরেছিলেন। টপ নট, লাল লিপস্টিকের সাজের সঙ্গে আলাদা করে নজর কেড়েছিল তাঁর হিল জুতো। ড্যানিয়েলের পরনে ছিল সাদা প্রিন্টেড শার্ট এবং কালো ব্লেজার।
ডেট নাইটের ছবি সানির মতোই সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন ড্যানিয়েলও। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘অ্যাফেত্তো’। এটি একটি ইতালিয় শব্দ। যার ইংরেজি তর্জমা হল ‘অ্যাফেকশন’।
সানি এবং ড্যানিয়েলের দাম্পত্য সম্পর্কের মধ্যে বন্ধুত্বটাই আসল। তাঁরা নিজেরাই প্রকাশ্যে একে অপরকে পার্টনার ইন ক্রাইম বলে সম্বোধন করেন। দম্পতির তিন সন্তান রয়েছে। এক মেয়ে নিশা এবং দুই যমজ ছেলে আসের এবং নোয়া। ভ্যালেন্টাইন ডে-র পোস্টে সানি জানিয়েছিলেন, বন্ধু ড্যানিয়েল লকডাউনে একাধারে স্বামী এবং বাবার দায়িত্ব পালন করেছেন। তিনিই সানির স্বপ্নের পুরুষ। এ হেন সানি এবং ড্যানিয়েল যে জমিয়ে ডেট নাইট এনজয় করবেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই অনুরাগীদের।
আরও পড়ুন, ‘আপনি কি ভ্যাম্পায়ার!’ বিশেষণ শুনে কী বললেন ভাস্বর?