মার্কিন অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ এবার অভিনয় করবেন ভিলেনের চরিত্রে। রমকম ড্রামা ‘দ্য লস্ট সিটি অফ ডি’-এর স্টার কাস্টে সদ্য যোগ দিলেন ড্যানিয়েল।
সূত্রের খবর অনুযায়ী, ড্যানিয়েল ছাড়াও ছবিতে রয়েছেন মার্কিন অভিনেত্রী স্যান্ড্রা বুল্লোক এবং শ্যানিং ট্যাটুম রয়েছেন মুখ্য চরিত্রে। রয়েছেন প্যাটি হ্যারিসন এবং দা’ভাইন জয় র্যানডল্ফ।
আরও পড়ুন সবাইকে বাড়ি পাঠিয়ে বিমানে ‘চাপলেন’ সোনু সুদ
‘ডি লস্ট সিটি’ একজন স্বনামধন্য রোম্যান্স ঔপন্যাসিক (বুলক) কেন্দ্র করে, যিনি নিশ্চিত ছিলেন যে তাঁর মডেল (ট্যাটুম) এর সাথে বুক ট্যুরে আটকে যাওয়ার চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। তারপর অপহরণের চেষ্টা এবং তাদের জঙ্গলের অ্যাডভেঞ্চারে যুগলকে ফেলে দেয়, জীবন ভীষণ অপরিচিত আরও রোম্যান্টিক হয়ে ওঠে, যা যে কোনও ফিকশন বইয়ের থেকে সম্পূর্ণ আলাদা।
২০১৫ সালের ইন্ডি ছবি ‘ব্যান্ড অফ রবার্স’ পরিচালক অ্যাডাম এবং অ্যারন নি ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন।
ডানা ফক্স লিখেছেন গল্প এবং স্ক্রিপ্ট। তবে আইডিয়েশন সেথ গর্ডনের।
২০২২ এপ্রিল মাসে রিলিজ হবে ‘দ্য লস্ট সিটি অফ ডি’। ‘সুইস আর্মি ম্যান’ এবং ‘গানস অ্যাকিম্বো’র মুখ্য চরিত্রে অভিনয় করতে ড্যানিয়েলকে শেষ দেখা গিয়েছিল।