ধোনির ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে নাকি প্রেম করছেন কৃতি শ্যানন, কে জানেন?

Kriti Sanon: প্রসঙ্গত, গত বছর হঠাৎ করেই চিত্র সমালোচক উমর সাধু টুইটারে (এক্স হ্যান্ডেলে) লেখেন, কৃতি শ্যানন ও প্রভাস নাকি খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন। সে নিয়ে কম হইচই হয় না।

ধোনির ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে নাকি প্রেম করছেন কৃতি শ্যানন, কে জানেন?
ধোনির ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে নাকি প্রেম করছেন কৃতি শ্যানন
Follow Us:
| Updated on: Mar 24, 2024 | 5:30 PM

মাস কয়েক আগেই রটেছিল দক্ষিণী অভিনেতা প্রভাসের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন কৃতি শ্যানন। কিন্তু সেই সম্পর্ক যে আর নেই, তা সকলেই জেনে গিয়েছেন ইতিমধ্যে। তবে বলিউডের টাটকা খবর আবারও নাকি প্রেমে পড়েছেন এই নায়িকা। লন্ডনের রাস্তায় হাতে হাত রেখে এক রহস্যময় পুরুষের সঙ্গে ঘুরেও বেড়াতে দেখা গিয়েছে তাঁকে। সূত্রের দাবি, ওই হাতে হাত রাখা সুন্দর পুরুষটি আদপে কৃতির মনের মানুষ। সেই পুরুষও কিন্তু যে সে মানুষ নন। নিজে খেলাধুলো বা শো-বিজের সঙ্গে প্রত্যক্ষ ভাবে যুক্ত না হলেও পরোক্ষে ভাবে এই দুই ক্ষেত্রের সঙ্গে তাঁর সংযোগ কিন্তু বেশ দৃঢ়। কে সেই ব্যক্তি জানেন? ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও স্ত্রী সাক্ষী ধোনির ঘনিষ্ঠ বন্ধু কবীর বাহিয়া।

ইংল্যান্ডের সেরা শিল্পপতি পরিবারের ছেলে কবীর। সাক্ষী ধোনীর বেশ ঘনিষ্ঠ বন্ধু তিনি। একসঙ্গে খেলা দেখতে যাওয়া থেকে জন্মদিন পালন– কবীরের সঙ্গে প্রায় হাজার খানেক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সাক্ষী। সাক্ষীর সূত্রেই ধোনির সঙ্গে আলাপ তাঁর। দুই পরিবারের সম্পর্ক বেশ মজবুত। কৃতি বা কবীর এখনও পর্যন্ত এই সম্পর্ককে মান্যতা দেননি। কিন্তু গসিপ কি আর থেমে থাকে?

প্রসঙ্গত, গত বছর হঠাৎ করেই চিত্র সমালোচক উমর সাধু টুইটারে (এক্স হ্যান্ডেলে) লেখেন, কৃতি শ্যানন ও প্রভাস নাকি খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন। সে নিয়ে কম হইচই হয় না। তবে কৃতি ও তাঁর টিম এক বিবৃতির মাধ্যমে জানান, যা রটেছে তা অবান্তর। এর সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। প্রভাসের সঙ্গে কৃতির বিচ্ছেদের খবরও সামনে আসে। যদিও বিচ্ছেদ ভুলে আবারও নাকি কৃতির মনে বসন্ত। অন্তত বিভিন্ন সূত্র আভাস দিচ্ছে তেমনটাই।

View this post on Instagram

A post shared by Kabir Bahia (@k.a.b.b.s)