মুছল এত বছরের অভিমান! অবশেষে সলমনকেই আঁকড়ে ধরলেন ঐশ্বর্যা?

Aishwarya Rai Bachchan: অবশেষে কি মিটল যাবতীয় তিক্ততা? মণীশ মালহোত্রার বাড়ির এক রাত পার্টিতে সলমনকে দেখা মাত্রই জড়িয়ে ধরলেন ঐশ্বর্যা?

মুছল এত বছরের অভিমান! অবশেষে সলমনকেই আঁকড়ে ধরলেন ঐশ্বর্যা?
সলমনকেই আঁকড়ে ধরলেন ঐশ্বর্যা?
Follow Us:
| Updated on: Mar 24, 2024 | 6:18 PM

সম্পর্কটা তিক্ত ভাবে শেষ হয়েছিল ঐশ্বর্যা রাই বচ্চন ও সলমন খানের। বিচ্ছেদের পর থেকে দু’জনের মধ্যে বন্ধ মুখ দেখাদেখিও ছিল বন্ধ। অবশেষে কি মিটল যাবতীয় তিক্ততা? মণীশ মালহোত্রার বাড়ির এক রাত পার্টিতে সলমনকে দেখা মাত্রই জড়িয়ে ধরলেন ঐশ্বর্যা? সম্প্রতি ভাইরাল হয়েছে এক ভিডিয়ো। সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে, মণীশের বাড়ির সামনে এক লাল সালোয়ার পরিহিতাকে জাপটে ধরে আছেন সলমন। মণীশের ওই পার্টিতে হাজির ছিলেন ঐশ্বর্যাও। তিনিও পরেছিলেন লাল রঙের সালোয়ার স্যুট। এর পরেই প্রশ্ন ওঠে, এতদিনের রাগ অভিমানের বরফ কি গলল অবশেষে? নেটিজেনরাও যখন এ নিয়ে দারুণ খুশি, প্রিয় জুটিকে দেখতে পাওয়ার উন্মাদনায় আত্মহারা, তখন সত্যিটা জেনে নিন, টিভিনাইন বাংলার এই প্রতিবেদন।

লাল সালোয়ার পরিহিতা এক নারীকে সলমন জড়িয়ে ধরেছিলেন, এ কথা আদপে মিথ্যে নয়। তবে সত্যিটা হল, যাকে জড়িয়ে ধরেছিলেন তিনি মোটেও ঐশ্বর্যা রাই বচ্চন নন। ওই একই পার্টিতে ঐশ্বর্যার অনুরূপ পোশাক পরেছিলেন আরও এক নারী তিনি অভিনেতা সূরজ পাঞ্চোলির বোন। তাঁকে দেখেই ভালবেসে জড়িয়ে ধরেন সলমন খান। যদিও মুখ না দেখা যাওয়ায় নেটিজেনদের মধ্যে তৈরি হয় ভ্রান্তি।

না, আজও কথা বলেন না ওঁরা। বহু প্রযোজক-পরিচালক তাঁদের একসঙ্গে ছবিতে কাস্ট করতে চাইলেও রাজি হননি ঐশ্বর্যা। যদিও সলমনের আর এক প্রাক্তন ক্যাটরিনার সঙ্গে কিন্তু তাঁর সম্পর্ক মোটেও এরকমটা নয়। বিচ্ছেদের পর বহু ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। দু’জনের মধ্যে রয়েছে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।