আরবানার কোটির ফ্ল্যাটও ফেল! রাজের হালিশহরের ‘প্রাসাদের’ ভিতরটা দেখেছেন?

Raj-Subhashree: রাজ চক্রবর্তী-- টলিপাড়ার প্রথম সারির পরিচালক তিনি। তাঁর আরও এক পরিচয় রয়েছে। তিনি ব্যারাকপুরের বিধায়কও বটে।

| Updated on: Mar 24, 2024 | 7:53 PM
রাজ চক্রবর্তী-- টলিপাড়ার প্রথম সারির পরিচালক তিনি। তাঁর আরও এক পরিচয় রয়েছে। তিনি ব্যারাকপুরের বিধায়কও বটে।

রাজ চক্রবর্তী-- টলিপাড়ার প্রথম সারির পরিচালক তিনি। তাঁর আরও এক পরিচয় রয়েছে। তিনি ব্যারাকপুরের বিধায়কও বটে।

1 / 8
এ হেন রাজ আজ শহরের অন্যতম বিলাসবহুল হাইরাইজ আরবানাতে থাকলেও আদপে তিনি কিন্তু মফঃস্বলের ছেলে।

এ হেন রাজ আজ শহরের অন্যতম বিলাসবহুল হাইরাইজ আরবানাতে থাকলেও আদপে তিনি কিন্তু মফঃস্বলের ছেলে।

2 / 8
খুব কষ্ট করে বড় হয়েছেন রাজ। ছোটবেলায় পরিবারে মোটেও আর্থিক সচ্ছলতা ছিল না তাঁর। তবে এখন সময় বদলেছে।

খুব কষ্ট করে বড় হয়েছেন রাজ। ছোটবেলায় পরিবারে মোটেও আর্থিক সচ্ছলতা ছিল না তাঁর। তবে এখন সময় বদলেছে।

3 / 8
অনেক নাম কামালেও শিকড় কিন্তু ভুলে যাননি রাজ! হালিশহরে বানিয়েছেন এক বিরাট বাড়ি। বাড়ি না বলে সেটিকে বলে বোধহয় প্রাসাদ বলাই ভাল।

অনেক নাম কামালেও শিকড় কিন্তু ভুলে যাননি রাজ! হালিশহরে বানিয়েছেন এক বিরাট বাড়ি। বাড়ি না বলে সেটিকে বলে বোধহয় প্রাসাদ বলাই ভাল।

4 / 8
রইল রাজের হালিশহরের সেই প্রাসাদের কিছু ছবি। ছেলে ইউভানের অন্নপ্রাশন কিন্তু এই দেশের বাড়িতেই করেছিলেন রাজ। বিরাট এলাকা জুড়ে তৈরি এই বাড়িতে কী নেই!

রইল রাজের হালিশহরের সেই প্রাসাদের কিছু ছবি। ছেলে ইউভানের অন্নপ্রাশন কিন্তু এই দেশের বাড়িতেই করেছিলেন রাজ। বিরাট এলাকা জুড়ে তৈরি এই বাড়িতে কী নেই!

5 / 8
মস্ত বড় বাগান থেকে শুরু করে পুকুর, তাতে আধুনিক সব ব্যবস্থা, গাছগাছালি, মন্দির... এই বাড়ি যেন আস্ত ইন্দ্রপুরী।

মস্ত বড় বাগান থেকে শুরু করে পুকুর, তাতে আধুনিক সব ব্যবস্থা, গাছগাছালি, মন্দির... এই বাড়ি যেন আস্ত ইন্দ্রপুরী।

6 / 8
ফাঁক পেলেই স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও গোটা পরিবার নিয়ে রাজ হাজির হন সেখানে। কাটিয়ে আসেন বেশ কিছুটা সময়

ফাঁক পেলেই স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও গোটা পরিবার নিয়ে রাজ হাজির হন সেখানে। কাটিয়ে আসেন বেশ কিছুটা সময়

7 / 8
পাড়ার লোকের কাছে অবশ্য রাজ আজও পাড়ার ছেলেই। সেখানে তিনি রাজ চক্রবর্তী নন, সকলের আদরের রাজু, হালিশহরের সেই ছোট্ট রাজু।

পাড়ার লোকের কাছে অবশ্য রাজ আজও পাড়ার ছেলেই। সেখানে তিনি রাজ চক্রবর্তী নন, সকলের আদরের রাজু, হালিশহরের সেই ছোট্ট রাজু।

8 / 8
Follow Us: