Tiger Rescue: শেষ বাঘ বন্দী খেলা? ড্রোন উড়িয়ে দেখা মিলল জিনাতের, শেষ পর্যন্ত ট্রাঙ্কুলাইজ গুলি ছুড়ে দিলেন বন কর্মীরা

Tiger Rescue: এদিনই বাঘিনি জিনাত প্রথমবারের জন্য বন দফতরের ঘেরাটোপে বন্দী হয়ে যায়। নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীর জাল দিয়ে ঘিরে রাখা এলাকার মধ্যে বন কর্মীরা জিনাতকে দেখতেও পান। ভেতরেই ছিল ট্রাঙ্কুলাইজ টিম।

Tiger Rescue: শেষ বাঘ বন্দী খেলা? ড্রোন উড়িয়ে দেখা মিলল জিনাতের, শেষ পর্যন্ত ট্রাঙ্কুলাইজ গুলি ছুড়ে দিলেন বন কর্মীরা
আশার আলো দেখছেন বনকর্মীরা Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 28, 2024 | 4:49 PM

বাঁকুড়া: রাজ্য, জেলা কোনও সীমানাই মানেনি। বিগত কয়েকদিন ধরেই বাংলার একের পর এক জেলায় দাপিয়ে বেড়াচ্ছিল বাঘিনী জিনাত। পাতা হয়েছিল ফাঁদ। সকাল থেকেই নতুন পুরোদমে মাঠে নেমে পড়েছিলেন বন কর্মীরা। গত কয়েকদিন ধরে বারংবার হাতের নাগালে পেয়েও জিনাতকে বাগে আনতে পারেনি বন দফতর। এদিন তো গোটা জঙ্গলই কার্যত জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। ড্রোন দিয়ে চলছিল নজরদারি। শেষ পর্যন্ত ছোড়া হয়েছে ট্রাঙ্কুলাইজ গুলি। কিন্তু গুলি বাঘিনির শরীরে লেগেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দক্ষিন পশ্চিম চক্রের মূখ্য বনপাল বিদ্যুৎ সরকার। 

এদিনই বাঘিনি জিনাত প্রথমবারের জন্য বন দফতরের ঘেরাটোপে বন্দী হয়ে যায়। নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীর জাল দিয়ে ঘিরে রাখা এলাকার মধ্যে বন কর্মীরা জিনাতকে দেখতেও পান। ভেতরেই ছিল ট্রাঙ্কুলাইজ টিম। তারপর থেকেই বাড়ছিল আশা। ট্রাঙ্কুলাইজ করার তোড়জোড়ও শুরু হয়ে যায়।

এই খবরটিও পড়ুন

বন দফতরের দাবি, এই প্রথম বাঘিনির এতটা কাছে পৌঁছাতে পেরেছেন বন কর্মীরা। ড্রোন উড়িয়ে বাঘিনিকে লোকেট করা হয়। তাতেই মেলে বড়সড় সাফল্য। অবশেষে শেষ পর্যন্ত এদিন বিকালে গুলি করা সম্ভব হয়। কিন্তু, তার গায়ে গুলি লেগেছে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।