সম্প্রতি জাওয়ান ছবি ঘিরে নেটপাড়ায় জল্পনা তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হয় গল্প চুরির খবর। পরিচালক অ্যাটলি প্রথম থেকেই বেশ কয়েকবার এমনই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। এবার জাওয়ান ছবির ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটল না। দক্ষিণী ছবি থেকে টুকেই নাকি এই ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছে বলে কয়েকদিন আগে অভিযোগ আসে সামনে। প্রথম থেকেই এই ছবি ঘিরে দর্শকদের মনে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। যখন প্রথম প্রকাশ্যে এসেছিল এই ছবি থেকে শাহরুখ খানের লুক, তখন বেশ প্রশংসিত হয়েছিল ভক্তমহলে। তবে এবার ছবি ঘিরে প্ল্যাগারিজ়মে সমস্যা দেখা দেওয়ায় তা সোশ্যাল মিডিয়ায় বিতর্কের কেন্দ্রে জায়গা করে নেয়।
ফলে আইনিজটে এবার শাহরুখ খান। দক্ষিণী দুনিয়া থেকে ওঠে অভিযোগ, তামিল ফিল্ম প্রোডিউসার কাউন্সিল (TFPC) এই অভিযোগ দায়ের করা হয় জাওয়ান ছবির বিরুদ্ধে। পরপর তিনটি হিট ছবি উপহার দেওয়া পরিচালক অ্যাটলি এবার প্রশ্নের মুখে। তামিল ছবি প্রযোজক মানিকাম নারায়ণ এই অভিযোগ দায়ের করেছেন। তাঁর বক্তব্য সামনে আসার পরই শাহরুখকে বাক্যবাণে আক্রমণ করে চলেছেন অনেকেই। সেই তালিকায় থাকবেন না কেআরকে, তা কি হয়! এবার তিনিও তাই যুক্ত হলেন ট্রোলারদের তালিকায়। আগে একবার শাহরুখের পাটান ছবিকে ট্রোল করার পর তিনি ক্ষমা চেয়ে নিয়েছিলেন। তবে আবারও তিনি সেই একই পথে হাঁটলেন।
I said many times that it’s not Bollywood but it’s copywood. They can’t make an original film because They are only copy masters. Legal Case has been filed against #SRK’s film #Jawaan! pic.twitter.com/KRygM4imKy
— KRK (@kamaalrkhan) November 7, 2022
শাহরুখ খানের ছবি টোকা শোনা মাত্রই তিনি বলে বসলেন, ‘এটা বলিউড নয় কপিউড’। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখলেন, আমি আগেও বহুবার বলেছি, এটা বলিউড নয়, কপিউড, তারা একটাও অরিজিনাল ছবি বানাতে পারে না। কারণ তাঁরা কপি মাস্টার। যদিও এখনও পর্যন্ত ছবির প্রযোজনা সংস্থার তরফ থেকে কোনও উত্তর দেওয়া সামনে আনা হয়নি। ফলে আইনি জট থেকে এখনই মিলছে না মুক্তি। শুটিং-ও স্থগিত রাখার উল্লেখ রয়েছে এই ছবির ক্ষেত্রে।