AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DDLJ এর পর কুমার শানুকে কেন আর একবারও সুযোগ দেননি যশ চোপড়া? আসল ঘটনাটা শুনুন গায়কের মুখে

১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবি দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের একটি মাত্র গানই শানুকে দিল নতুন পরিচয়। তুঝে দেখা তো ইয়ে জানা সনম গানটি আজও বলিউডের সেরা রোমান্টিক গান।

DDLJ এর পর কুমার শানুকে কেন আর একবারও সুযোগ দেননি যশ চোপড়া? আসল ঘটনাটা শুনুন গায়কের মুখে
| Updated on: Jun 23, 2025 | 1:26 PM
Share

নয়ের দশকটা বলিউডি ফিল্মি গানকে একেবারে হাতের মুঠোয় নিয়ে রেখেছিলেন বাংলার ছেলে শানু ভট্টাচার্য ওরফে কুমার শানু। রোমান্টিক হোক বা প্রেমে আঘাত খেয়ে দুঃখের গান, সব নায়কের জন্যই শানু কণ্ঠ একেবারে পারফেক্ট। তবে শাহরুখের হয়ে গান গেয়ে শানু যেন নিজেকে আরও বেশি জনপ্রিয় করে তুললেন। বিশেষ করে ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবি দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের একটি মাত্র গানই শানুকে দিল নতুন পরিচয়। ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’ গানটি আজও বলিউডের সেরা রোমান্টিক গান। কিন্তু জানেন কি, এই গানের রেকর্ডিংয়ে এমন এক কাণ্ড ঘটেছিল, যার কারণে যশ চোপড়া আর কোনও দিনও শানুকে দিয়ে তাঁর ছবিতে গান গাওয়াতে চাননি!

কাণ্ডটা একটু খোলসা করে বলা যাক। পারিশ্রমিকের ক্ষেত্রে কুমার শানু কোনওরকম সমঝোতায় যান না। সেই সময়, প্রতি গানে তিনি চার্জ করতেন ২৫ হাজার টাকা। ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’ গানের জন্যও এই টাকাই চেয়েছিলেন শানু। আর টাকা চাওয়ার কারণেই যশ চোপড়া সঙ্গে মন কষাকষি শুরু হয় কুমার শানুর।

এক বেসরকারি টিভি চ্য়ানেলে সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় কুমার শানু জানিয়ে ছিলেন, যশ চোপড়া গায়ক-গায়িকাদের দিয়ে গান গাওয়ানোর পর ফুলের তোড়া বা উত্তরীয় উপহার দিয়েই ছেড়ে দিতেন। পারিশ্রমিক দিতেন অনেক দেরিতে। আমার ক্ষেত্রে সেটা করতে গেলে, আমি স্পষ্ট জানাই, আমার ২৫ হাজার টাকা চাই। আমাকে প্রথমে ১৫ হাজার টাকা দিয়েছিল, কিন্তু আমি তাতে রাজি হয়নি বলেই, প্রচণ্ড রেগে যান যশজি। তারপর রেগেমেগেই ২৫ হাজার টাকা দিয়েছিলেন এবং গানটা রেকর্ড হয়। তারপর আর কোনও দিনও আমাকে দিয়ে তাঁর ছবিতে গান গাওয়াননি যশ চোপড়া।