অনস্ক্রিন চুমুর দৃশ্যে আমি স্বচ্ছন্দ নই: কুণাল কাপুর
কুণালের পরবর্তী ছবি ‘কোই জানে না’ মুক্তি পাবে আগামী ২ এপ্রিল। আমিন হাজে রয়েছেন পরিচালনার দায়িত্বে। এই সাইকোলজিক্যাল থ্রিলারের একটি বিশেষ গানের দৃশ্যে দেখা যাবে আমির খানকেও। এক লেখকের ভূমিকায় অভিনয় করেছেন কুণাল।
চিত্রনাট্যের প্রয়োজনে সব রকম দৃশ্যে অভিনয় করতে রাজি থাকেন অভিনেতারা (Actor)। কিন্তু সব দৃশ্যে সকলে স্বচ্ছন্দ নাও হতে পারেন। আর সেই অস্বাচ্ছন্দ্যের কথা প্রকাশ্যে বলতে পারাটাও কম কৃতিত্বের নয়। নিজের এমন এক অস্বাচ্ছন্দ্যের কথা এ বার প্রকাশ্যে বললেন বলিউড অভিনেতা কুণাল কাপুর (Kunal Kapoor)।
কুণালের পরবর্তী ছবি ‘কোই জানে না’ মুক্তি পাবে আগামী ২ এপ্রিল। আমিন হাজে রয়েছেন পরিচালনার দায়িত্বে। এই সাইকোলজিক্যাল থ্রিলারের একটি বিশেষ গানের দৃশ্যে দেখা যাবে আমির খানকেও। এক লেখকের ভূমিকায় অভিনয় করেছেন কুণাল।
ছবির ট্রেলারেই দেখা গিয়েছে নায়িকা আমায়রা দস্তুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন কুণাল। কিন্তু তিনি নাকি অনস্ক্রিন ঘনিষ্ঠ দৃশ্যে একেবারেই স্বচ্ছন্দ নন। সম্প্রতি সংবাদমাধ্যমে তিনি বলেন, “সত্যি কথা বলতে অনস্ক্রিন চুমু খাওয়া বা সেক্সুয়াল কোনও দৃশ্যের অভিনয়ে আমি স্বচ্ছন্দ নই।” তিনি আরও জানান, শুধু এই ছবিটি বা নায়িকা হিসেবে আমায়রা বলে নয়, তিনি আদতেই অনস্ক্রিন ঘনিষ্ঠ দৃশ্যে স্বচ্ছন্দ নন।
আরও পড়ুন, ‘পাওরি’ ট্রেন্ড ফলো করে কী করলেন শ্রুতি?
কুণালের কেরিয়ারে বিভিন্ন ছবি যদি দেখেন, খুব একটা ঘনিষ্ঠ দৃশ্যের অবতারণা সেখানে নেই। তাঁর এই মন্তব্য শুনে অনুরাগীদের একটা বড় অংশের মনে হয়েছে, হয়তো প্রথম থেকেই কুণাল স্বচ্ছন্দ নন। সে কারণে তিনি তেমন চিত্রনাট্য বেছে নেননি। আবার অন্যদিকে একদল দর্শক মনে করেন, এই সীমাবদ্ধতা থাকলে কেরিয়ারে বিভিন্ন রকম কাজের সুযোগ পাবেন না কুণাল। যদিও এ সব নিয়ে কুণাল প্রকাশ্যে মন্তব্য করেননি।