বর্ষবরণের রাতে কাঞ্চন-শ্রীময়ীর উল্লাস, অনুরাগী বললেন…

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 02, 2025 | 2:45 PM

বছরের শেষটা প্রায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। নতুন বছর শুরুর আগেই শ্যামসুন্দরী মন্দিরে পুজো দিয়েছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। মন্দিরের সামনে একগুচ্ছ ছবি প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার রাতে সেই ছবি পোস্ট করেই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন তৃণমূল বিধায়ক।

বর্ষবরণের রাতে কাঞ্চন-শ্রীময়ীর উল্লাস, অনুরাগী বললেন...

Follow Us

বছরের শেষটা প্রায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। নতুন বছর শুরুর আগেই শ্যামসুন্দরী মন্দিরে পুজো দিয়েছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। মন্দিরের সামনে একগুচ্ছ ছবি প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার রাতে সেই ছবি পোস্ট করেই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন তৃণমূল বিধায়ক। অভিনেতা লেখেন, “মায়ের আশীর্বাদে নতুন বছর সকলের খুব ভালো হোক, জয় মা শ্যামসুন্দরী।” একদিকে মন্দিরে পুজো দিয়ে যেমন মায়ের আশীর্বাদ চেয়ে নিয়েছেন যুগলে। তেমনই আবার রাতে জমিয়ে পার্টি করেছেন।

সেই ছবি নিজেই পোস্ট করেন শ্রীময়ী। বর্ষবরণের রাতের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন কাঞ্চন পত্নী। তাঁর পরনে ছিল একটি সিক্যুইন ওয়ান পিস। সেই সঙ্গে সামঞ্জস্য রেখে সাজগোজ। অন্য দিকে কাঞ্চনের পরনে ছিল কালো রঙের ব্লেজ়ার। সাদা শার্ট। আর ট্রাউজ়ার। নাচ-গান, খাওয়া দাওয়ায় মজেছিলেন দুজনে। তাঁদের পার্টির ছবি নিমেষে ভাইরাল। তবে তাঁদের বিভিন্ন ছবি প্রকাশ্যে আসার পর অনেকেই মেয়ে কৃষভিকে দেখার অনুরোধ জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত মেয়েকে ক্যামেরার আড়ালেই রেখেছেন কাঞ্চন-শ্রীময়ী।

Next Article