দেবীর বোধন হয়ে গিয়েছে। যদিও মহালয়ার দিন থেকে ঠাকুর দেখা শুরু করে দিয়েছে সবাই। সাজগোজ করে নিজের প্রিয় মানুষদের সঙ্গে সবাই ঘুরতেও বেড়িয়ে পড়েছেন। মল্লিক বাড়িতেও এই বছরের পুজোটা খুব স্পেশ্যাল। মল্লিক বলতে অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের কথা। চলতি বছরের মার্চ মাসে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন তিনি। তাঁদের বিয়ে নিয়ে বিস্তর আলোচনাও হয়েছে। তবে কখনও কারও কথায় গুরুত্ব দেননি। নিজেদের মতো সুখে সংসার করছেন তাঁরা। গত ১২ বছর ধরে পুজোয় একটা দিন নিজেদের জন্য রাখতেন তাঁরা। তবে এই বছরটা একটু অন্য ধরনের। কারণ, কয়েক মাস হল সংসার পেতেছেন তাঁরা। পঞ্চমীতে রঙ মিলিয়ে জামা পরে ঘুরতে বেরিয়েছেন তিনি। সেই প্রমাণ মিলল। কাঞ্চন-শ্রীময়ীর ইনস্টাগ্রাম পোস্টে। দুজনের পোশাকে রং মিলান্তি।
নীল রঙের অরগ্যান্জা সালোয়ারে সাজতে দেখা গেল শ্রীময়ীকে। আর কাঞ্চন পরেছিলেন রঙ মিলিয়ে নীল রঙের শার্ট। মুখে ছিল একগাল হাসি। তাঁদের দেখে অনেকেই নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “কে বলবে এটা আপনার তৃতীয় বিয়ে।” আবার কেউ লিখেছেন, “আপনাদের জীবনে কত আনন্দ! কী আর বলব।” উল্লেখ্য, পুজোয় দারুণ একটা উপহার পয়েছেন অভিনেতা। যা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন কাঞ্চন নিজেই। বলিউডের হাই বাজেট ছবি ‘ভুলভুলাইয়া ৩’-তে দেখা যাবে তাঁকে। নিজের মুখেই তা জানালেন কাঞ্চন। শুধু কি তাই, একইসঙ্গে শেয়ার করে নিলেন প্রতিক্রিয়াও।
কাঞ্চনের কথায়, “৩৩ বছর হয়ে গেল বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এই ইন্ডাস্ট্রি আমায় অনেক সম্মান আর পরিচিতি দিয়েছে। কিন্তু যে মুহূর্তে অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাই, ভয় লাগে সেই প্রথম দিনের মতোই। কিন্তু সেখানে পৌঁছনোর পর সবাই বাংলা ইন্ডাস্ট্রির মতোই আমায় গ্রহণ করে নিয়েছে এ এক আলাদা ধরনের স্বীকৃতি। ভগবানকে অশেষ ধন্যবাদ আমায় এত ভালবাসা দেওয়ার জন্য। আমার আগামী কাজ ‘ভুলভুলাইয়া ৩’র জন্যও এই একই ধরনের ভালবাসা আমার দরকার। আগামী দীপাবলিতে হয়তো সে আসছে। গোটা ভুলভুলাইয়া ৩ টিমকে অশেষ ধন্যবাদ আমার সঙ্গে কাজ করার জন্য।”