‘রবিচ্ছায়া’-এ বিশ্রাম, ক্লান্ত নাগরিক জীবনে রাবীন্দ্রিক উদযাপন
Rabichhaya: আনন্দ, উত্সব, প্রেম, বিরহ- জীবনের প্রতিটি অনুভূতির জন্য লিখে গিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই ব্যস্ততার যুগে রবিচর্চা যেন খানিকটা দূরুহ হয়ে দাঁড়িয়েছে। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের যুগে টেকনোলজি এবং রবির মননকে মিলিয়েছেন সুদেষ্ণা সান্যাল রুদ্র। রবি ঠাকুরের গান, কবিতা, লেখার অনুপ্রেরণাতেই তৈরি তাঁর সংস্থা 'রবিচ্ছায়া'। যে সংস্থা গত ২ নভেম্বর পূর্ণ করল পঞ্চাশ বছর।
Most Read Stories