‘রবিচ্ছায়া’র সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান, রইল সেই রবীন্দ্রসন্ধ্যার একগুচ্ছ ছবি

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Nov 05, 2024 | 3:08 PM

Rabichhaya: শহর কলকাতা মানেই রবীন্দ্রনাথ ঠাকুর। এ কথা অনেকেই মনে করেন। রবি ঠাকুরের ভাবনাকে কেন্দ্র করেই শিল্পী সুদেষ্ণা সান্যাল রুদ্র তৈরি করেছেন 'রবিচ্ছায়া'। ২০২৪ সালে হৈ হৈ করে 'রবিচ্ছায়া'র ৫০ বছরের অনুষ্ঠান পালিত হল। রইল সেই অনুষ্ঠানেরই কিছু ঝলক।

1 / 8
'রবিচ্ছায়া'-নামটি শুনলেই প্রথম যে কথাটি মনে আসে তা হল "মেশিন থেকে মঞ্চ"। সম্পূর্ণ অনলাইনে প্রশিক্ষণ নিয়ে কত নিপুণতার সঙ্গে মঞ্চে সাবলীল ভাবে সঙ্গীত পরিবেশন করা যায় রবিচ্ছায়ার ছাত্রছাত্রীরা তা বার বার প্রমাণ করেছে।এবার ও তার ব্যাতিক্রম হল না।

'রবিচ্ছায়া'-নামটি শুনলেই প্রথম যে কথাটি মনে আসে তা হল "মেশিন থেকে মঞ্চ"। সম্পূর্ণ অনলাইনে প্রশিক্ষণ নিয়ে কত নিপুণতার সঙ্গে মঞ্চে সাবলীল ভাবে সঙ্গীত পরিবেশন করা যায় রবিচ্ছায়ার ছাত্রছাত্রীরা তা বার বার প্রমাণ করেছে।এবার ও তার ব্যাতিক্রম হল না।

2 / 8
গত ২ নভেম্বর রবীন্দ্র ওকাকুরা ভবনে রবিচ্ছায়ার সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান "বিশ্বজন মোহিছে"অনুষ্ঠিত হল। অনুষ্ঠানের সূচনায় সঞ্চালক শুভদীপ দে এই সংস্হার প্রতিষ্ঠাতা শ্রী বুদ্ধদেব রুদ্র মহাশয়ের উদ্যোগে এই প্রতিষ্ঠানের সূচনার ইতিহাস সকলের সামনে সুন্দরভাবে তুলে ধরেন।

গত ২ নভেম্বর রবীন্দ্র ওকাকুরা ভবনে রবিচ্ছায়ার সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান "বিশ্বজন মোহিছে"অনুষ্ঠিত হল। অনুষ্ঠানের সূচনায় সঞ্চালক শুভদীপ দে এই সংস্হার প্রতিষ্ঠাতা শ্রী বুদ্ধদেব রুদ্র মহাশয়ের উদ্যোগে এই প্রতিষ্ঠানের সূচনার ইতিহাস সকলের সামনে সুন্দরভাবে তুলে ধরেন।

3 / 8
 প্রবীন রবীন্দ্র সঙ্গীত শিল্পী শ্রীমতী বিভা সেনগুপ্ত ও নৃত্যশিল্পী শ্রীমতী পূর্ণিমা ঘোষ কে রবিচ্ছায়ার পক্ষ থেকে "জীবন কৃতি"সম্মান তুলে দেওয়া হয়।

প্রবীন রবীন্দ্র সঙ্গীত শিল্পী শ্রীমতী বিভা সেনগুপ্ত ও নৃত্যশিল্পী শ্রীমতী পূর্ণিমা ঘোষ কে রবিচ্ছায়ার পক্ষ থেকে "জীবন কৃতি"সম্মান তুলে দেওয়া হয়।

4 / 8
অনুষ্ঠানে বিভাদির সুমধুর কন্ঠে তিনটি রবীন্দ্র সঙ্গীত  এবং সংস্হার কর্ণধার শ্রীমতী সুদেষ্ণা সান্যাল রুদ্রের কন্ঠে "বাজিবে সখি বাঁশি বাজিবে"গানটি সহযোগে পূর্ণিমা দি র অপূর্ব নৃত্য অনুষ্ঠান টিকে এক অন্য মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে বিভাদির সুমধুর কন্ঠে তিনটি রবীন্দ্র সঙ্গীত এবং সংস্হার কর্ণধার শ্রীমতী সুদেষ্ণা সান্যাল রুদ্রের কন্ঠে "বাজিবে সখি বাঁশি বাজিবে"গানটি সহযোগে পূর্ণিমা দি র অপূর্ব নৃত্য অনুষ্ঠান টিকে এক অন্য মাত্রা যোগ করে।

5 / 8
এরপর শুরু হয় ছাত্রছাত্রীদের উপস্থাপনা। সমবেত সঙ্গীত গুলিতে দক্ষতার ছাপ ছিল স্পষ্ট। আগরতলার ছাত্রী নবনীতা দেবের কন্ঠে "বাহিরে ভুল ভাঙবে যখন",মণিকা রায় ও দীপলেখা বাগচীর কন্ঠে "এ মণিহার আমায় নাহি সাজে"সকলের মন জয় করে।

এরপর শুরু হয় ছাত্রছাত্রীদের উপস্থাপনা। সমবেত সঙ্গীত গুলিতে দক্ষতার ছাপ ছিল স্পষ্ট। আগরতলার ছাত্রী নবনীতা দেবের কন্ঠে "বাহিরে ভুল ভাঙবে যখন",মণিকা রায় ও দীপলেখা বাগচীর কন্ঠে "এ মণিহার আমায় নাহি সাজে"সকলের মন জয় করে।

6 / 8
এছাড়াও অজন্তা হালদার,পাপড়ী চৌধুরী,সমতা আদিত্য চৌধুরী, ঊর্মিলা গুনিন,পৃথা মুখার্জী, শ্রাবণী মজুমদার, আদীপ্ত মুখার্জী, শুভদীপ রায়,করুণা সরকার, আত্রেয়ী সেন   প্রমুখের একক সঙ্গীত বিশেষ প্রশংসার দাবি রাখে।

এছাড়াও অজন্তা হালদার,পাপড়ী চৌধুরী,সমতা আদিত্য চৌধুরী, ঊর্মিলা গুনিন,পৃথা মুখার্জী, শ্রাবণী মজুমদার, আদীপ্ত মুখার্জী, শুভদীপ রায়,করুণা সরকার, আত্রেয়ী সেন প্রমুখের একক সঙ্গীত বিশেষ প্রশংসার দাবি রাখে।

7 / 8
এছাড়া অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ডাঃ চন্দ্রাবলী ঘোষাল ও শ্রী গৌতম দে মহাশয়ের একক ও তাঁদের সংস্থার সমবেত নৃত্য। পাশাপাশি সুমনজিৎ চক্রবর্তীর  একক নৃত্য পরিবেশন ছিল প্রশংসনীয়।   সুব্রত মুখার্জী, পার্থ মুখার্জী ও  সব্যসাচী মুখার্জীর যন্ত্রানুসঙ্গ সঙ্গীত গুলি কে এক অন্য মাত্রা প্রদান করে।

এছাড়া অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ডাঃ চন্দ্রাবলী ঘোষাল ও শ্রী গৌতম দে মহাশয়ের একক ও তাঁদের সংস্থার সমবেত নৃত্য। পাশাপাশি সুমনজিৎ চক্রবর্তীর একক নৃত্য পরিবেশন ছিল প্রশংসনীয়। সুব্রত মুখার্জী, পার্থ মুখার্জী ও সব্যসাচী মুখার্জীর যন্ত্রানুসঙ্গ সঙ্গীত গুলি কে এক অন্য মাত্রা প্রদান করে।

8 / 8
সবশেষে প্রতিষ্ঠানের কর্ণধার শ্রীমতী সুদেষ্ণা সান্যাল রুদ্র সকল নৃত্যশিল্পী ও যন্ত্র শিল্পীদের সম্বর্ধনা প্রদান করেন।সব মিলিয়ে আবার ও একটি চমৎকার সন্ধ্যা উপহার দিল রবিচ্ছায়া।এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি।

সবশেষে প্রতিষ্ঠানের কর্ণধার শ্রীমতী সুদেষ্ণা সান্যাল রুদ্র সকল নৃত্যশিল্পী ও যন্ত্র শিল্পীদের সম্বর্ধনা প্রদান করেন।সব মিলিয়ে আবার ও একটি চমৎকার সন্ধ্যা উপহার দিল রবিচ্ছায়া।এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি।

Next Photo Gallery