অনাবৃত বেবিবাম্প, নেটপাড়ায় ভাইরাল রূপসার মাতৃত্বকালীন ফটোশুট

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 13, 2025 | 7:38 PM

২০২৪ সালের অক্টোবর মাসে বিয়ে করেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। আর বিয়ের একমাস পরেই দেন সুখবর। শিশু দিবসে জানিয়েছিলেন যে তিনি মা হতে চলেছেন। যে খবর প্রকাশ্যে আসার অনুরাগীরা যেমন তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

অনাবৃত বেবিবাম্প, নেটপাড়ায় ভাইরাল রূপসার মাতৃত্বকালীন ফটোশুট

Follow Us

২০২৪ সালের অক্টোবর মাসে বিয়ে করেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। আর বিয়ের একমাস পরেই দেন সুখবর। শিশু দিবসে জানিয়েছিলেন যে তিনি মা হতে চলেছেন। যে খবর প্রকাশ্যে আসার অনুরাগীরা যেমন তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন। তেমনই আবার দর্শকের একাংশ তা নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাঁর ছবির ট্রেলার।’একটি নটীর কথা’ছবির প্রচারে দেখা গিয়েছে তাঁকে। বাড়িতে বসে যতটা কাজ করা সম্ভব সবটাই করছেন অভিনেত্রী। এই যেমন কিছু দিন আগে দেখা গিয়েছে স্ফীতোদর নিয়ে উদ্দাম নাচছেন রূপসা। এবার মাতৃত্বকালীন ফটোশুটের বেশ কিছু ছবি ভাগ করে নিলেন রূপসা।

যে ছবিতে দেখা যাচ্ছে, পরনে নীল রঙের ডেনিম প্যান্ট ও সাদা শার্ট। খোলা চুলে বাঁধা চওড়া হেয়ারব্যান্ড। সেই শার্টের ফাঁকে দেখা যাচ্ছে অভিনেত্রীর অনাবৃত বেবিবাম্প। সেই সঙ্গে নায়িকার স্বামী সায়নদীপ সরকারের পোশাকেও রংমিলান্তি। ছবি পোস্টের সঙ্গে সঙ্গে তা নেটপাড়ায় ভাইরাল। ছবি পোস্ট করে নায়িকা ক্যাপশনে লেখেন,”মাতৃত্বের উদ্‌যাপন করছি।” এই সময়টা কোনও দুশ্চিন্তা ছাড়াই উপভোগ করতে চান তিনি। উল্লেখ্য, চলতি বছরে 8 অক্টোবর সাত পাকে বাঁধা পড়েন টেলি অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। এক মাস পার হতেই সুখবর দিয়েছিলেন তিনি। তাই শুভেচ্ছার সঙ্গে ধেয়ে এসেছিল কটাক্ষও। বিয়ের এক মাসের মাথাতেই সন্তান হওয়ার সুখবর দিতেই সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। যদিও দু’বছর আগেই আইনি বিয়ে সেরেছিলেন রূপসা। তবে অভিনেত্রী জানতেন, ট্রোলিং হবেই।

 

Next Article