কাঞ্চন-শ্রীময়ী থেকে নিসপাল-কোয়েল, ২০২৪ সালে মা-বাবা হলেন টলিপাড়ার কোন কোন তারকা?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 20, 2024 | 12:31 PM

Look Back 2024: দেখতে দেখতে আরও একটা বছর শেষের পথে। ইতিমধ্যেই শুরু বছর শেষের কাউন্ট ডাউন। সেরা ছবি থেকে সেরা গসিপ, বিনোদন দুনিয়ায় কে কাকে গোল দিয়ে এগিয়ে গেলেন, সব হিসেবই আরও একবার ছকে নেওয়ার পালা। শুধু পেশাগত ভাবে নয়, ব্যক্তিগত জীবনেও অনেক অনেক পরিবর্তন এসেছে।

কাঞ্চন-শ্রীময়ী থেকে নিসপাল-কোয়েল, ২০২৪ সালে মা-বাবা হলেন টলিপাড়ার কোন কোন তারকা?

Follow Us

দেখতে দেখতে আরও একটা বছর শেষের পথে। ইতিমধ্যেই শুরু বছর শেষের কাউন্ট ডাউন। সেরা ছবি থেকে সেরা গসিপ, বিনোদন দুনিয়ায় কে কাকে গোল দিয়ে এগিয়ে গেলেন, সব হিসেবই আরও একবার ছকে নেওয়ার পালা। শুধু পেশাগত ভাবে নয়, ব্যক্তিগত জীবনেও অনেক অনেক পরিবর্তন এসেছে। কেউ বাড়ি কিনেছেন। কেউ বিয়ে করেছেন। কারও পরিবার বড় হয়েছে। চলতি বছরে সন্তানের মা-বাবা হওয়ার সুখবর শুনিয়েছেন টলিপাড়ার অনেকেই। সেই তালিকায় রয়েছেন কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ থেকে দুর্নিবার সাহা, ঐন্দ্রিলা সেন। চলতি বছরে নতুন মা-বাবা হলেন কারা? ফিরে দেখা যাক সেই তালিকা

দুর্নিবার সাহা-ঐন্দ্রিলা সেন

২০২৩ সালের মার্চ মাসে দ্বিতীয় বার বিয়ে করেন দুর্নিবার সাহা। তাঁদের বিয়ে নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। কিন্তু সব কিছুতেই মুখে কুলুপ এঁটেছিলেন তাঁরা। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ছেলের জন্ম দেন দুর্নিবার পত্নী ঐন্দ্রিলা। ইন্ডাস্ট্রির অন্দরে তিনি অবশ্য মোহর নামেই পরিচিত। পেশায় তিনি প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক। ফেব্রুয়ারির ৪ তারিখে পুত্র সন্তানের জন্ম দেন ঐন্দ্রিলা। তার পর ধুমধাম করে ছেলের অন্নপ্রাশনের আয়োজনও করেছিলেন তাঁরা।

 

 

রাহুল মজুমদার-প্রীতি বিশ্বাস

তখন আরজি কর কাণ্ডের জেরে উত্তপ্ত গোটা শহর। সে সময়ই মেয়ের জন্ম দেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস। মেয়ে হওয়ার সুখবর ইনস্টাগ্রামে পোস্ট করে জানান বাবা রাহুল মজুমদার। সেপ্টেম্বরের শুরুতে সন্তানের জন্ম দেওয়ার কথা ছিল প্রীতির। কিন্তু নির্দিষ্ট সময়ের দু সপ্তাহ আগেই প্রসব করেন অভিনেত্রী। একটা মিষ্টি গ্রাফিক্সের মাধ্যমে মেয়ে হওয়ার খবর পোস্ট করেন তাঁরা। এখন মাঝে মাঝেই মেয়ের সঙ্গে কাটানোর নানা মুহূর্তের ছবি পোস্ট করে থাকেন তাঁরা।

 

কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজ

২ নভেম্বর সবাইকে চমকে দিয়ে মেয়ে হওয়ার কথা সকলকে জানান কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। অভিনেত্রীর কালীপুজোর ছবি প্রকাশ্যে আসার পরেই অনেকে আন্দাজ করেছিলেন যে শ্রীময়ী অন্তঃসত্ত্বা। তবে সবটাই আড়ালে রেখেছিলেন। তার পরেই মেয়ে কৃষভি হওয়ার সুখবর দেন তাঁরা। যদিও এই খবর প্রকাশ্যে আসার পরেও তাঁদের বিস্তর আলোচনার মুখে পড়তে হয়েছে। এখনও পর্যন্ত মেয়েকে প্রকাশ্যে আনেনি কাঞ্চন-শ্রীময়ী।

 

নিসপাল সিং রানে-কোয়েল মল্লিক

পুজোর পরেই ঘোষণা করেছিলেন সুখবরটি। যে আবারও মা হতে চলেছেন কোয়েল। ছেলের কবীরের জন্মের পাঁচ বছরের মাথায় মেয়ের মা হলেন নায়িকা। বাবা হলেন টলিপাড়ার প্রযোজক নিসপাল সিং রানে। ১৪ ডিসেম্বর মেয়ে হয়েছে কোয়েলের। ইনস্টাগ্রামে একটি মিষ্টি পোস্টের মাধ্যমে মেয়ে হওয়ার খবর জানান তাঁরা। ছেলে কবীরের জন্মের পর হাসপাতালের বিছানা থেকে ছবি দিয়েছিলেন নায়িকা। তবে মেয়ের ক্ষেত্রে তেমনটা করেননি। আপাতত ক্যামেরার আড়ালেই কোয়েল, নিসপালের খুদে।

 

Next Article