ফিরছে ‘মেড ইন হেভেন’, ফার্স্ট লুক প্রকাশ ফারহানের

শুভঙ্কর চক্রবর্তী | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Dec 03, 2020 | 12:30 PM

Tv9 বাংলা ডিজিটাল: অভিনেতা, গায়ক ও পরিচালক Farhan Akhtar দিলেন খবরটি। ‘Made in heaven’ ফিরছে। টুইটারে প্রকাশ করলেন সিরিজের ফার্স্ট লুক। অ্যামাজন প্রাইম অরিজিনাল সিরিজটির ছিল এক অনবদ্য অনসম্বল কাস্টিং। অর্জুন মাথুর, শোভিতা ধুলিপালা, জিম শর্ভ, কল্কি কোয়েচলিন, শশাঙ্ক অরোরা, শিবাঙ্গী রঘুবংশী। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সিরিজের পরিচালনার দায়িত্বে চার পরিচালক। নিত্য মেহরা, জোয়া আখতার, প্রশান্ত […]

ফিরছে ‘মেড ইন হেভেন’, ফার্স্ট লুক প্রকাশ ফারহানের
করণ ও তারা

Follow Us

Tv9 বাংলা ডিজিটাল: অভিনেতা, গায়ক ও পরিচালক Farhan Akhtar দিলেন খবরটি। ‘Made in heaven’ ফিরছে। টুইটারে প্রকাশ করলেন সিরিজের ফার্স্ট লুক। অ্যামাজন প্রাইম অরিজিনাল সিরিজটির ছিল এক অনবদ্য অনসম্বল কাস্টিং। অর্জুন মাথুর, শোভিতা ধুলিপালা, জিম শর্ভ, কল্কি কোয়েচলিন, শশাঙ্ক অরোরা, শিবাঙ্গী রঘুবংশী। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সিরিজের পরিচালনার দায়িত্বে চার পরিচালক। নিত্য মেহরা, জোয়া আখতার, প্রশান্ত নাইয়ার এবং আলাংক্রিতা শ্রীবাস্তব। অর্জুন মাথুর সিরিজের অন্যতম মূল চরিত্রে অভিনয় করেছেন। এমি অ্যাওয়ার্ডস’২০-তে ‘মেড ইন হিভেন’-এর জন্য মনোনিত হন অর্জুন।

গল্প লিখেছিলেন জোয়া আখতার এবং রিমা কাগতি।

আরও পড়ুন ভুয়ো ছবি পোস্ট করে ফাঁসলেন কঙ্গনা, পাঠানো হবে আইনি নোটিস

দিল্লি নিবাসী দুই ওয়েডিং প্ল্যানারের গল্প। তারা এবং করণ। বিভিন্ন শ্রেণীর মানুষের বিয়ে নিয়ে যাবতীয় টুকরো গল্প উঠে এসেছে সিরিজের গল্প। জাঁকজমক বনেদি পরিবারের বিয়ে থেকে কম বাজেটের বিয়ের গল্প স্ক্রিপ্টের মারপ্যাঁচে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে জোয়া এবং রিমা। শুধু তা-ই নয় তারা এবং করণের জীবনেও রয়েছে অঢেল সিক্রেট।

গত বছর ৮ মার্চ রিলিজ হয় ‘মেড ইন হিভেন’। তবে ফার্স্ট লুকের পোস্টারে জানা যায়নি কবে রিলিজ হবে সিজন-২।

প্রসঙ্গত, ফারহান আখতার ঘোষণা করেছেন তিনি রাকেশ ওমপ্রকাশ মেহরার পরের ছবি ‘তুফান’-এ অভিনয় করছেন। ‘ভাগ মিলখা ভাগ’-এর মতো রাকেশের এই ছবিও ক্রীড়াভিত্তিক। বিষয়বস্তু ‘বক্সিং’।

 

Next Article