Tv9 বাংলা ডিজিটাল: সার্চ ইঞ্জিনে চলতি বছরে সর্বাধিক সার্চড পার্সোলানিটির নাম প্রয়াত সুশান্ত সিং রাজপুত। তাঁর বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তী দ্বিতীয় সার্চড মহিলা সেলিব্রিটি। গত মঙ্গলবার ‘ইয়াহু ইন্ডিয়া’র পক্ষ থেকে বর্ষশেষের তালিকা প্রকাশে উটে আসে Sushant Singh Rajput এবং rhea chakrabortyর নাম।
ইউজারদের দৈনন্দিন সার্চ রেজাল্টের উপর ভিত্তি করে বর্ষশেষের এই তালিকে প্রকাশ পেয়েছে। তার মধ্যে রয়েছে ঘটনা, ব্যক্তিত্ব এবং নিউজমেকার্স।
জুন মাসে সুশান্তের মৃত্যুর পর থেকে তাঁকে নিয়ে সার্চ করা বেড়ে যায়। এবং তার পর থেকেই বেড়ে যায় ইউজারদের রাজনৈতিক ব্যক্তিত্বদের খোঁজখবর নেওয়ার প্রবণতা। গত তিন বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাম ছিল প্রথম স্থানে। তব এ বছর টপ সার্চ লিস্টের দ্বিতীয় স্থানে তিনি। রিয়া চক্রবর্তীর নাম রয়েছে তৃতীয়তে। তারপুর একে একে রাহুল গান্ধী, অমিত শাহ, উদ্ধব ঠাকরে, অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, অমিতাভ বচ্চন এবং কঙ্গনা রানাওয়াত।
আরও পড়ুন ভুয়ো ছবি পোস্ট করে ফাঁসলেন কঙ্গনা, পাঠানো হবে আইনি নোটিস
‘মোস্ট টপ সার্চড মেল সেলিব্রিটি’ ক্যাটাগরিতেও সুশান্ত এগিয়ে। তার পরে রয়েছেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, সলমন খান, ইরফান খান এবং ঋষি কাপুর।
‘মোস্ট টপ সার্চড ফিমেল সেলিব্রিটি’ ক্যাটাগরিতে প্রথম রয়েছে সুশান্তের বান্ধবী রিয়া। দ্বিতীয় স্থানে কঙ্গনা রানাওত। বাকি অভিনেত্রী যাঁরা এই লিস্টে রয়েছেন তাঁরা হলেন, দীপিকা পাড়ুকোন, সানি লিওন ও প্রিয়াঙ্কা চোপড়া।
২০২০-র টপ মোস্ট নিউজমেকারদের লিস্টে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সুশান্ত এবং রিয়া যুগ্মভাবে রয়েছেন দ্বিতীয় স্থানে এবং তৃতীয়স্থানে রয়েছে রাহুল গান্ধী।
‘হিরো অফ দ্য ইয়ার’ ক্যাটগরিতে লকডাউনে নিজের উদ্যোগে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়েছেন যিনি মানে সোনু সুদ রয়েছেন।
আরও পড়ুন ২রা ডিসেম্বর ভারতে লঞ্চ হবে নিসান ম্যাগনাইট
‘সেলিব্রিটি উইদ বেবিস এবং প্রেগনেন্সি অ্যানাউন্সমেন্ট ২০২০’ ক্যাটগরিতে অনুষ্কা শর্মা, বিরাট কোহলি, রয়েছেন শীর্ষে। তারপর রয়েছেন করিনা কাপুর খান এবং সইফ রয়েছেন দ্বিতীয়তে। তৃতীয় স্থানে রয়েছেন শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রা।
মোস্ট সার্টডের সব কটি রেজাল্ট তৈরি হয়েছে ইউজারদের সার্চের ভিত্তিতে। তারা ইন্টারনেটে যা পড়েছেন, দেখেছেন এবং শেয়ার করেছেন।