হলুদ জ্যাকেট। জিনস। গলায় ঝোলানো হেডফোন। লাঠি হাতে পাহাড়ি ঝর্ণা পেরিয়ে যাচ্ছেন তিনি। অর্থাৎ টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। নতুন বছরের শুরুতেই কোথায় গেলেন নায়িকা?
না! কোথায় বেড়াতে গিয়েছেন তা অবশ্য সরাসরি জানাননি মধুমিতা। তবে পাহাড়ি কোনও জায়গায় ট্রেক করছেন তিনি। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। ভিডিওটি যিনি করছেন, তিনি হিন্দিতে পরিস্থিতি বর্ণনা করেছেন। ভিডিওর ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে গো সোলো লিখেছেন মধুমিতা। আর তা দেখেই অনুরাগীদের অনুমান, একাই বেড়াতে গিয়েছেন নায়িকা।
সদ্য মুক্তি পেয়েছে মৈনাক ভৌমিক পরিচালিত চিনি। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মধুমিতা এবং অপরাজিতা আঢ্য। দর্শক মহলে প্রশংসা পেয়েছেন মধুমিতা। এবার তাঁর নিজস্ব সময়। এর আগেও একা বেড়াতে গিয়েছেন তিনি। সেই ট্র্যাডিশন মতোই এই ট্রিপেও সম্ভবত একাই রয়েছেন নায়িকা।
আরও পড়ুন, সুদীপ্তার বাড়ির ছাদে সুমনের ‘মাস্টার’ ক্লাস
পাহাড় মধুমিতার পছন্দ। পছন্দ অ্যাডভেঞ্চারও। শীতের রোদকে সঙ্গী করে তাই ট্রেক বেছে নিয়েছেন। পেশার কারণেই প্রতিদিন শরীরচর্চার রুটিনে থাকতে হয় মধুমিতাকে। ট্রেকিংয়ে গিয়েও কাজে লাগল সেই ফিটনেস।
আরও পড়ুন, কালিকাপ্রসাদের ৫০তম জন্মদিনে ঋতচেতার উপহার ‘কোমল ঋষভ’