‘এক দো তিন…’ একসময় এই গানে নেচেছিল সারা দেশ। বলিউড পেয়েছিল তার নতুন হিরোইনকে। যাঁর ভুবনমোহিনী হাসিতে আর ‘ধক ধক’ নাচের ছন্দে গোটা দেশ আজও মজে আছে। তিনি মাধুরী দীক্ষিত। ‘এক দো তিন…’নাচের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি মাধুরীকে। বলিউডে মাধুরী-রাজ শুরু হয়ে গিয়েছিল। যে ছবির এই গান, সেই ‘তেজাব’ সুপার-ডুপার হিট হয়েছিল। জন্ম দিয়েছিল এক নতুন জুটির। অনিল কাপুর এবং মাধুরী দীক্ষিত। এরপর এই জুটি কত যে হিট ছবি আমাদের উপহার দিয়েছেন! শুরু সেই ‘তেজাব’ থেকে। এখন তো এই ছবি হিন্দি সিনেমার জগতে ‘কাল্ট’ ছবি। এহেন ‘তেজাব’-এর রিমেক বানাবার পরিকল্পনা শুরু হয়েছে বলিউডে।
দু-দুটো প্রযোজনা সংস্থা ‘তেজাব’-এর রিমেক বানাবার তোরজোড় শুরু করেছে। সাজিদ নাদিয়াদওয়ালার নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট এবং ‘কবীর সিং’-এর প্রযোজক মুরাদ খেতানি দু’জনেই চাইছেন ‘তেজাব’-এর রিমেক করতে। দু’জনেই চড়া দামে কপি রাইট কেনার জন্য দর হাঁকিয়েছেন। তবে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে দর হাঁকানোতে এগিয়ে আছেন ‘কবীর সিং’-এর প্রযোজক। রিমেক নিয়ে তিনি অনেকটাই কাজ এগিয়ে রেখেছেন। মাধুরী দীক্ষিত এবং অনিল কাপুরের জায়গায় কাদের ভাবছেন প্রযোজক? ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন একেবারেই আনকোরা হিরো-হিরোইনের কথা ভাবছেন প্রযোজক। নতুন ছেলে-মেয়েকে লঞ্চ করবেন তিনি। তবে ছবিতে বিশেষ চরিত্রে মাধুরী এবং অনিল কাপুর থাকতে পারেন।
আরও পড়ুন:‘বিয়ের পর হয়তো আর কাজ করব না’, অনুষ্কার দশ বছর আগের ভিডিয়ো ভাইরাল
ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, মুরাদ খেতানি শুধু ‘তেজাব’ নয়, অমিতাভ বচ্চনের ‘নমক হালাল’-এর রিমিকের কথাও তিনি ভাবছেন। এই মুহূর্তে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবাণীকে নিয়ে তাঁর ‘ভুল ভুলাইয়া ২’-এর শুটিং চলছে। এই ছবির শুটিং শেষ করে তবে তিনি ‘তেজাব’-এর রিমেক নিয়ে কাজ শুরু করবেন বলে শোনা যাচ্ছে।