তাঁর বাবা তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন। তিনি অভিনেত্রী পূজা ভাট। তিনি পরিচালক মহেশ ভাটের কন্যা। একবার এক ফটো শুটে কন্যাকে ঠোঁটে চুমু খেয়েছিলেন মহেশ। প্রাপ্তবয়স্ক কন্যাকে ঠোঁটে চুমু খাওয়ার জন্য সেই সময় কটাক্ষের শিকার হয়েছিলেন মহেশ। ছিছিক্কার হয়েছিল চারদিকে। মহেশের সঙ্গে পরিচালনা করেছিলেন পূজা। কন্যাকে চোখে হারান মহেশ। তাঁর মতো এক নারীকে দেখে মুগ্ধ ছিলেন পূজা। মহেশ একবার বেফাঁস বলে ফেলেছিলেন, “পূজা যদি আমার মেয়ে না হত, ওকে আমি বিয়ে করতাম।” মহেশের এই মন্তব্য এবং কন্যা পূজাকে ঠোঁটে চুমুর পর ধিক্কার সহ্য করতে হয় মহেশকে।
নানা ধরনের গুজব রটে তারপর থেকে। এমনটাও বলা হয়, আলিয়া ভাট নাকি মহেশ এবং পূজার কন্যা। এই রটনা ছোট্ট আলিয়ার মনকে দারুণভাবে প্রভাবিত করে। তিনি এমনিতে কোনও গুজবেই কান দিতেন না। কিন্তু তিনি বাবা এবং সৎ দিদির সন্তান, তা শুনে হজম করতে পারেননি। এই মন্তব্য করে মহেশ আফসোস করেছিলেন খুব। স্বীকার করে নিয়েছিলেন, এমন বেফাঁস মন্তব্য করা উচিত হয়নি তাঁর। তারপর থেকে আর এই ধরনের মন্তব্য করেন না মহেশ। ভুল মন্তব্য যে কতভাবে ক্ষতি করতে পারে, তা নিয়ে তিনি নিজের জীবন দিয়ে বুঝেছেন।