২৭-শে সব শেষ, ইন্ডাস্ট্রিতে আজও মহুয়ার মৃত্যু যেন ধোঁয়াশা
মহুয়া রায় চৌধুরীর সমসাময়িক অভিনেতা তাপস পালও আজ নেই, তবে সেই সময় বহু রথী মহারথীদের মাঝে নিজের সৌন্দর্য্য ও অভিনয় গুনে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন।

মহুয়া রায় চৌধুরী, এই নামটা শুনলেই চোখের সামনে চলে আসে বহু হিট বাংলা ছবির দৃশ্য। ‘শ্রীমান পৃথবীরাজ’ ছবির সেই মায়ামায়ী মুখ। বাংলা সিনেমায় নিজের অভিনয়ের জাদুতে হাজার দর্শকের মনে আজও রয়ে গিয়েছেন তিনি। আগামী বাইশে জুলাই মহুয়া রায় চৌধুরীর মৃত্যুর চল্লিশ বছর পূর্ণ হবে। আজ এত বছর পরেও অভিনেত্রী মহুয়াকে দর্শক মনে রেখেছেন। তবে ঠিক চল্লিশ বছর আগে মহুয়ার আগুনে পুড়ে মৃত্যুর খবরে স্তম্ভিত হয়ে পড়েছিল গোটা ইন্ডাস্ট্রি।
মহুয়ার সঙ্গে সকলেরই সম্পর্ক প্রায় ভাল ছিল। সেই সময় নানা পত্রিকাতে ইন্ডাস্ট্রির সকলের প্রতিক্রিয়া সকলেরই সামনে এসেছিল। এর মধ্যে অবশ্যই পরিচালক তরুণ মজুমদারের কথা বলতে হয়, মহুয়ার মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছিলেন পরিচালক। এছাড়াও দেবশ্রী রায় একটি পত্রিকায় জানিয়েছিলেন, তিনিও প্রথমে বিশ্বাস করতে পারেননি খবরটি। বহু বছর ধরে মহুয়ার সঙ্গে পরিচিতি তাঁর। ছোটবেলায় দেবশ্রী রায়ের মতোই বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য করতেন। দেবশ্রী রায়ের সঙ্গে দাদারকীর্তি থেকে অভিনয় শুরু করে ‘পারাবত প্রিয়া’ সহ বহু ছবিতে একসঙ্গে কাজ করেছেন। দুজনেই ছোটবেলায় স্টেজ পারফরমেন্স থেকে কেরিয়ার শুরু করে বাংলা সিনেমার নায়িকা হয়েছিলেন।
মহুয়া রায় চৌধুরীর নাম ছিল শিপ্রা। দেবশ্রীর মতে মহুয়া রায় চৌধুরী অভিনেত্রী না হলে ও ধ্রুপদী নৃত্যের নাম করা শিল্পী হতেন। মহুয়া রায় চৌধুরী সম্পর্কে একটি স্যোশাল মিডিয়ায় অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় বলেছিলেন, ব্যক্তিগত জীবনে মহুয়া নানান সমস্যার সম্মুখীন হয়েছিলেন, বহুবার সেকথা বলেও ছিলেন মহুয়া। তবে, সেই সময় নাকি সঠিক পরামর্শ দিতে পারেননি মাধরী মুখোপাধ্যায়। সেই আফসোস থেকে গিয়েছে তাঁর।
মহুয়া রায় চৌধুরীর সমসাময়িক অভিনেতা তাপস পালও আজ নেই, তবে সেই সময় বহু রথী মহারথীদের মাঝে নিজের সৌন্দর্য্য ও অভিনয় গুনে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন। আজও সিনেমা পাড়া থেকে দর্শকদের মনে মহুয়া রায় চৌধুরীর স্মৃতি উজ্জ্বল হয়ে রয়েছে।
