রচনার সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ, নির্বাচন নয়, নেপথ্যে এই কারণ

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 18, 2024 | 9:52 AM

সূত্র জানাচ্ছে, রচনার ডাকে সাড়া দিয়ে আগামী ২১ ফেব্রুয়ারি রচনা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদি নম্বর ১’ এর সেটে পৌঁছাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রচনার সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ, নির্বাচন নয়, নেপথ্যে এই কারণ
নেপথ্যে এই কারণ

Follow Us

তাঁর পেশা তিনি মুখ্যমন্ত্রী, তবে রাজ্যবাসীর কাছে তিনি পরিচিত দিদি হিসেবেই। অন্যদিকে আর একজনের পেশা অভিনয় হলেও তাঁকেও সবাই ডাকেন দিদি নম্বর ওয়ান বলেই। কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায়ের। বিগত বেশ কিছু ধরেই রচনার ‘দিদি নম্বর ওয়ান’-এ মুখ্যমন্ত্রীকে আনার কথা ভাবা হচ্ছিল। তবে মুখ্যমন্ত্রীকে কোনও রিয়ালিটি শো’য়ে আনা তো আর মুখের কথা নয়! তাই কিছু দিন আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে গোপনে দেখা করতে যান রচনা। সে সময় মুখ্যমন্ত্রীর দরবারে রচনাকে দেখে অনেকেই ভেবে নেন তিনি বুঝি আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন।

তবে না, সূত্র জানাচ্ছে, রচনার ডাকে সাড়া দিয়ে আগামী ২১ ফেব্রুয়ারি রচনা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদি নম্বর ১’ এর সেটে পৌঁছাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে দিদি নম্বর ১-এর সেটেই পাওয়া যাবে তাঁকে। তাঁর নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে ১৮ তারিখ (রবিবার) মিটিং ডেকেছে রাজ্যের ডিরেক্টর সিকিউরিটি, জানা যাচ্ছে এমনটাও। ভোটের আগে মুখ্যমন্ত্রীর নিরাপত্তাতে জানে কোনও ফাঁক না থেকে তা নিয়ে সকলেই তৎপর।

Next Article