AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘খুব খুশি হয়েছি…’, অস্কার দৌড়ে সেমিফাইনালে মানসী সিনহা অভিনীত ছবি

কয়েকটি ছোট ছোট গল্প নিয়ে তৈরি এই বাংলা ছবি। এই ছবিতে একটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মানসী সিনহা। মানসী সিনহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি TV9 বাংলাকে বলেছেন...

'খুব খুশি হয়েছি...', অস্কার দৌড়ে সেমিফাইনালে মানসী সিনহা অভিনীত ছবি
| Edited By: | Updated on: Jul 31, 2025 | 8:30 PM
Share

এটা অভিনেত্রী পরিচালক মানসী সিনহার জন্য অবশ্যই ভাল সময়, পরিচালনা থেকে অভিনয়, সব ক্ষেত্রেই তাঁর জয় জয়কার সর্বত্র। মানবিক সম্পর্ক থেকে একান্নবর্তী পরিবারের ভালবাসা, সমস্যা, যেমন তাঁর পরিচালনায় দেখা মেলে, তেমনই তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়োয়। এবার তাঁর অভিনয় কেরিয়ারে নতুন পালক যুক্ত হল। মানসী অভিনীত ছবি অস্কার দৌড়ে অংশ নিয়ে বেশ কিছুটা এগিয়ে গেল। পরিচালক জুনেইদ আলভি পরিচালনায় ছবি ‘দ্য উইচিং আওয়ার’ এবার অস্কার দৌড়ের সেমিফাইনালের জন্য নির্বাচিত হয়েছে। এছাড়াও এই ছবি বাফতা অ্যাওয়ার্ড-এর জন্যও এগিয়েছে কিছুটা, রোহ আইল্যান্ড আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫।

কয়েকটি ছোট ছোট গল্প নিয়ে তৈরি এই বাংলা ছবি। এই ছবিতে একটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মানসী সিনহা। মানসী সিনহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি TV9 বাংলাকে বলেছেন, “পরিচালক জুনেইদরা এই ছবিটি খুব যত্ন নিয়ে তৈরি করেছেন। এই ছবিতে আমার একটা অংশ রয়েছে। আমি কয়েকটি বাচ্চার সঙ্গে অভিনয় করেছি। এই ছবিতে আমার চরিত্র একজন ডাইনি বা ভুতের বলা যায়। ” তিনি আরও বলেন, “আসলে এই ছবি মূলত ভৌতিক ঘরানার। তবে সাইকোলজিক্যালি দেখলে আসলে সমাজের মানুষের মধ্যে যে বিভিন্ন বিকৃত দিক গুলি রয়েছে, যা মাঝে মধ্যেই বেরিয়ে আসে, সেই বিকৃত দিক গুলিকে নানা ধরনের ভুতের মাধ্যমে বোঝানো হয়েছে। আমি এই ছবির অংশ হয়ে খুব খুশি। আরও খুশি হয়েছি, এই ছবিটি অস্কার নমিনেশনের দৌড়ে কিছুটা পথ এগিয়েছে বলেও। “