বিয়ের পিঁড়িতে ‘মেমবউ’, কবে বিয়ে করছেন বিনীতা?
এখনও সকলের কাছে তিনি মেম বউ নামেই পরিচিত। তিনি হলেন অভিনেত্রী বিনীতা চট্টোপাধ্য়ায়। অনেক দিন বাংলা ছবি বা ছোট পর্দায় দেখেননি দর্শক। এবার সুখবর শোনালেন অভিনেত্রী। ২০২৫ সালে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি।
এখনও সকলের কাছে তিনি মেম বউ নামেই পরিচিত। তিনি হলেন অভিনেত্রী বিনীতা চট্টোপাধ্য়ায়। অনেক দিন বাংলা ছবি বা ছোট পর্দায় দেখেননি দর্শক। এবার সুখবর শোনালেন অভিনেত্রী। ২০২৫ সালে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। ‘মেম বউ’ সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতে হাতে খড়ি হয় তাঁর।
আর প্রথম ধারাবাহিকেই বিপুল আলোচনা তৈরি হয় তাঁকে কেন্দ্র করে। তবে এই মুহূর্তে তিনি মুম্বইয়ের বাসিন্দা। সেখানেই নিজের জমি শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অভিনয়ের সঙ্গে সঙ্গে গানও তাঁর খুব প্রিয়। গানের জগতেও জায়গা পাকা করার চেষ্টা করছেন নায়িকা। এখন তিনি পেশাদার গায়িকাও। ২০২৫ সালে দীর্ঘ দিনের প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি।
বিনীতা জানিয়েছেন, ২০২৫ সালের মে মাসে তাঁর বিয়ে। পাখির মতো বাঁচতে ভালবাসেন তিনি। বদ্ধ থাকা তাঁর মোটে পছন্দ নয়। নিজের কাজে যদি কেউ হস্তক্ষেপ করেন তাহলে তাহলে খুবই সমস্যা। তাই নিজের মনের মতো মানুষই খুঁজে পেয়েছেন অভিনেত্রী। অনেক দিনের অপেক্ষা ছিল এই দিনটার। সব কিছু গুছিয়ে নিয়ে বিয়ে করবেন নায়িকা। উল্লেখ্য, ইতিমধ্যেই একটি বাংলা ছবির কাজ সেরে ফেলেছেন তিনি। অনেক দিন পরে তাঁকে দেখা যাবে বাংলা সিনেমায়।