করোনা আক্রান্ত হয়েছেন মিলিন্দ সোমান। এক সপ্তাহ হয়ে গেল বাড়িতেই কোয়রান্টিনে রয়েছেন তিনি। সোমবার হোলির উৎসবে কাটছাঁট নয়, স্ত্রী অঙ্কিতার উদ্যোগে করোনা নিয়েই স্ত্রীর সঙ্গে রঙ খেললেন মিলিন্দ। খেলেন স্ত্রীর আনা অ্যালফ্যানসো আমও। অঙ্কিতা যদিও উপযুক্ত সতর্কতা নিয়েই এসেছিলেন। নিজেকে আদ্যপান্ত মুড়ে রেখেছিলেন পিপিই কিটে। হোলির দিনের যাবতীয় ছবি মিলিন্দ শেয়ার করলেন তাঁর ইনস্টাগ্রামেও।
ইনস্টাগ্রামে ‘রাগি মুখ’-এর ছবি শেয়ার করে মিলিন্দ লেখেন, “আমার এভাবে রাগী মুখ করা উচিত নয় কারণ অঙ্কিতা পিপিই কিট পরে আমাকে দেখতে এসেছে। শুধু যে দেখতে এসেছে তাই নয়, সঙ্গে আমার সিজনের প্রথম অ্যালফ্যানসো আমও নিয়ে এসেছে। যদিও হাগ করতে পারছি না কেউ কাউকে।” জড়িয়ে ধরতে না পারলেও রঙ মেখেছেন ওঁরা।
স্ত্রীর আনা আম খেয়ে উচ্ছ্বসিত মিলিন্দ। এত ভাল লেগেছে যে ইতিমধ্যেই ছয়টা আমি খেয়ে ফেলেছেন তিনি। ‘টেস্টবাড’ আগের থেকে ভাল হলেও কোনও গন্ধ পাচ্ছেন না অভিনেতা, জানিয়েছেন সে কথাও। যদিও জ্বর নেই তাঁর, নেই মাথাব্যথাও। অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক।
এ মাসেরই ২৩ তারিখ করোনা আক্রান্ত হন মিলিন্দ। এক পোস্টে মিলিন্দ লিখেছিলেন, “গত বছর থেকে ৩০ বার টেস্ট হয়েছিল। সত্যিই জানি না কীভাবে আক্রান্ত হলাম।” তবে আগের থেকে অনেকটা সুস্থ মিলিন্দ। জীবনও ফিরছে আগের ছন্দে।